দ. কোরিয়ায় জন্মের চেয়ে মৃত্যু বেশি, শঙ্কা বাড়ছে
- আপডেট টাইম : ০৭:৩৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১
- / ৩১২ ৫০০০.০ বার পাঠক
আন্তর্জাতিক ডেস্ক।।
দক্ষিণ কোরিয়ায় ২০২০ সালে জন্মহারের তুলনায় রেকর্ড হারে মৃত্যু হয়েছে। যা দেশটিতে যেকোন বছরের তুলনায় অনেক বেশি। এরমধ্যে দেশটি আগে থেকে বিশ্বে কম জন্মহারের তালিকায় অন্যতম।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে দেশটিতে দুই লাখ ৭৫ হাজার ৮০০ শিশুর জন্ম হয়েছে যা ২০১৯ সালের তুলনায় ১০ শতাংশ কম। এদিকে ২০২০ সালে দেশটিতে মৃত্যু হয়েছে তিন লাখ সাত হাজার ৭৬৪ জন।
এই পরিসংখ্যানে দেশটিতে শঙ্কা বাড়ছে। এনিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন নীতিতে ‘মৌলিকগত পরিবর্তনের’ আহ্বান জানিয়েছেন।
গত মাসে প্রেসিডেন্ট মুন জায়ে-ই কম জন্মহার এড়াতে বিভিন্ন নীতি ঘোষণা করেছেন। এরমধ্যে ছিল বিভিন্ন পরিবারকে প্রণোদনা দেওয়া।
জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী ২০২০ সালের মাঝ নাগাদ দক্ষিণ কোরিয়ার জনসংখ্যা পাঁচ কোটি ১২ লাখ ৬৯ হাজার ১৮৫ জন। জনসংখ্যার হিসেবে বিশ্বে দক্ষিণ কোরিয়ার অবস্থান ২৮। বিবিসি