নবীনগরে টিউমার আক্রান্ত ও ক্যান্সার আক্রান্ত এর পাশে দাঁড়ালেন টিয়ারা প্রবাসী সমাজ কল্যাণ ইউনিটি।
- আপডেট টাইম : ০৪:৫১:২৭ অপরাহ্ণ, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
- / ৪৪২ ৫০০০.০ বার পাঠক
ব্রাহ্মণবাড়িয়া (নবীনগর উপজেলা)প্রতিনিধি।।
মো :আব্দুর রাজ্জাক ব্রাহ্মণবাড়ীয়া নবীনগর উপজেলা বিটঘর ইউনিয়ন টিয়ারা গ্রামের টিউমার আক্রান্ত হাদিস মিয়া ও ক্যান্সার আক্রান্ত জুনাঈদ এর পাশে দাড়ালেন টিয়ারা প্রবাসী সমাজ কল্যাণ ইউনিটি।আজ রবিবার দুপুরে হাদিস মিয়া ও জুনাঈদ মিয়ার বাড়িতে গিয়ে নগদ অর্থ তুলেদেন।
এসময় উপস্থিত ছিলেন,বিটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজ্বী আবুল হোসেন,অত্র সংসগঠনের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রিপন,প্রতিষ্ঠাতা ও সদস্য জিয়াউল হাসান লিমন,উপদেষ্ঠা কবির হোসেন,সমন্ধয় কারী নাছির মুন্সি,সমন্ধয়কারী মহিবুল্লা মুন্সি,সহ সাংগঠনিক সম্পাদক কাদির মুন্সি,সংগঠনের সদস্য আপন দুলাল,নাইমুল সরকার,টিয়ারা আলোর প্রতীক ইসলামিকসামাজিক ছাত্র যুব সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ হোসাইন ইসলাম প্রমুখ।
এসময় হাজ্বী আবুল হোসেন চেয়ারম্যান বলেন,কয়েকজন প্রবাসী মিলে টিয়ারা প্রবাসী সমাজ কল্যাণ ইউনিটি একটি সংগঠন প্রতিষ্ঠিত করে সংগঠনের সদস্যরা গ্রামের অসহায় হতদরিদ্র মানুষদের সহযোগিতা করে যাচ্ছে, এই সংগঠনের মাধ্যমে গ্রামের একটি রাস্তার কাজ করে দিয়েছে এতে করে মানুষের চলাচলের সুবিধা হয়েছে।আজ ও তারা দুটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, তাদের এই কাজ যেন অব্যাহত থাকে সেই দোয়া করি।
টিয়ারা প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের সদস্যদের পক্ষ থেকে নগদ অর্থ পেয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জুনাঈদের মা ও হাদিস মিয়া এবং তাদের জন্য তারা দোয়া করেন।