কেন ভারতে পালিয়ে এসেছেন’ প্রশ্নে যা বললেন আফগান নারী এমপি
- আপডেট টাইম : ০৬:৫৫:৩২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১
- / ২২৩ ৫০০০.০ বার পাঠক
আন্তর্জাতিক রিপোর্ট।।
তালেবান বাহিনী আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটি থেকে পালিয়ে দুই সংসদ সদস্য ভারতে আশ্রয় নিয়েছেন। এর মধ্যে একজন হলেন নারী এমপি আনারকলি কৌর হোনিয়ার।
দিল্লিতে নেমে সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
আনারকলির দাবি, তালেবান যা বলে আর যা করে, তার মধ্য অনেক ফারাক রয়েছে। মানবাধিকার এবং নারীদের অধিকার সেখানে লঙ্ঘিত হচ্ছে।
এক জনপ্রতিনিধি হয়েও কেন আফগানিস্তান থেকে পালালেন? এমন প্রশ্নে তিনি বলেন, সারা বিশ্ব জানে কী ঘটছে আফগানিস্তানে। সেখানকার পরিস্থিতি খুব দ্রুত বদলে গেছে। যা আশা করা যায়নি। সবাই অসহায়, ভয়ে আছে। দেশ আমাদের মা। তাকে ছেড়েই আসতে হয়েছে। অন্য কোনো উপায় ছিল না।
আনারকলি তালেবান নিয়ে নেতিবাচক ধারণা দিলেও তার বিপরীতে হেঁটেছেন কলকাতার যুবক তমাল ভট্টাচার্য। আফগানিস্তান থেকে ফিরে এসে তালেবানের প্রশংসা করেছেন তিনি।
তমাল বলেছেন, আমরা বাইরে থেকে তালেবানের ব্যাপারে যা জানি-শুনি, তা সম্পূর্ণ ভুল মনে হয়েছে আমার কাছে। তালেবানরা আমাদের সঙ্গে অত্যন্ত সুন্দর আচরণ করেছেন। আমাদের উদ্দেশে তারা বলেছে, ‘তোমরা আমাদের মেহমান। তোমাদের নিরাপত্তার সব দায়িত্ব আমাদের।’ সূত্র: আনন্দবাজার