আশুলিয়ায় দুই বারের ইউপি সদস্য আঃ খালেক কে পুনরায় চায় জনগন
- আপডেট টাইম : ১১:৩২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
- / ২২৬ ৫০০০.০ বার পাঠক
মোঃ আকরাম হোসেন বিশেষ প্রতিনিধি।।
আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের বার বার নির্বাচিত ইউপি সদস্য আঃ খালেক কে পুনরায় ইউপি সদস্য হিসাবে পেতে চান জনগন,জনগন বলছেন সুখে দুঃখে আঃ খালেক কে আমরা পেয়েছি,কিন্তুু একশ্রেণীর কুচক্রী মহল তার সম্মান হানি করতে, এক এক সময় এক এক রকমের মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কথা উত্থাপন করে নিউজ করছেন ও সোশ্যাল মিডিয়ায় স্টাটাস দিচ্ছেন যেটা আদৌ সত্য নয়, মুলত রাজনৈতিক প্রতিপক্ষ বিরোধী দলের প্রেতাত্মারা ৩ নং ওয়ার্ডের উন্নয়বের বাঁধা প্রদান করছেন।পূর্বে আমাদের ৩ নং ওয়ার্ডটা অন্ধকার আচ্ছন্ন ছিলো শতভাগ বিদ্যুৎ পেয়েছি আঃ খালেকের জন্য।অলি গলিতে কাদায় ভর্তি ছিলো পাকা রাস্তা ও কার্পেডিং রাস্তা পেয়েছি, স্কুলের শিক্ষার্থীরা এ প্লাস গোল্ডেন এ প্লাস সহ শিক্ষার মানে সাভার উপজেলার সর্ব সেরা স্থান পেয়েছি,ইউপি সদস্য আঃ খালেক,কন্যাদায় গ্রস্থদের সহযোগিতা করে চলেছেন,প্রতিবন্ধীদের,দুস্থ ছাত্রছাত্রী,অসুস্থ রুগি,বেকার যুবক,মসজিদ মাদরাসা ধর্মীও প্রতিষ্ঠানের প্রতি সজাগ দৃষ্টি রেখে ৩ নং ওয়ার্ডকে পরিপূর্ণ ভাবে আঁধুনিকতায় গড়তে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।আঃ খালেক বলেন আমি দুই দুই বারের নির্বাচিত ইউপি সদস্য,আমার জনপ্রিয়তায় ঈষান্নীত হয়ে রাজনৈতিক প্রতিপক্ষ ও জামাত শিবিরের একাধিক মামলার আসামীরা মিথ্যার বেড়াজালে বন্দী করতে মরিয়া হয়ে কাজ করছেন,রাক্ষুসে সাংবাদিক দিয়ে সমাজের নিকৃষ্ট ব্যাক্তিদের দিয়ে সোশ্যাল মিডিয়ায় স্টাটাস দিচ্ছেন,আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই,আমি নির্বাচন করতে ইচ্ছুক তবে আমার ইচ্ছায় নয়,জনগণের ইচ্ছাই আমার ইচ্ছা,আমি মানব কল্যানে নিজেকে উৎসর্গ করবো ইনশাআল্লাহ,আমি জনগণের সুখে দুঃখে পাশে ছিলাম আছি থাকবো ইনশাআল্লাহ,কুচক্রী মহলের মিথ্যার বেড়াজাল ছিন্ন করে সত্যের জয় ছিনিয়ে আনবোই ইনশাআল্লাহ,সত্যের পথে আমি আমার দায়িত্ব থেকে বিন্দুমাত্র পিছপা হবনা,আমি আপনাদেরই খালেক জানিনা আপনাদের বিশ্বাস আস্থা ভালোবাসার প্রতিদান কতটুকু দিতে পেরেছি বা পারবো।আমি আমার দৃষ্টিকে সবসময় সার্বজনীন পর্যায়ে রাখার চেষ্টা করি,আমি আলোতে মুগ্ধ তবে তুষ্ট নই,তুষ্ট আলোর উৎস সুর্যে,আমি গরীব অসহায় হতদরিদ্র মানুষের প্রতি নিবেদিত হয়ে কাজ করবো ইনশাআল্লাহ, আমার রাজনৈতিক বিষয় নিয়ে এবং আমার সার্বিক বিষয় নিয়ে যদি কারো কোনো অভিযোগ অনুযোগ বা পরামর্শ থাকে আপনারা আমাকে নির্দ্বিধায় নির্সংকোচে বলতে পারেন আমি তা আমার সাধ্যমত সমাধানের চেষ্টা করে যাব ইনশাআল্লাহ,আসুন সংঘাত নয় সমাধান চাই,করোনার প্রাদুর্ভাবে সচেতনতা অবলম্বন করি,সুখী সুন্দর জীবন গড়ি।