ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
হাতিরঝিল মাদক ছিনতাই নির্মূলে বিশেষ ভূমিকায় আনসার বাহিনী মাদ্রাসা শিক্ষকের জমি জোরপূর্বক দখলের অভিযোগ জামায়াতে ইসলামী বাংলাদেশ মোংলা পৌর ৫ নং ওয়ার্ডের উদ্যোগে দাওয়াতি সভা অনুষ্ঠান অনুষ্ঠিত ন্যায় বিচারের স্বার্থে ভারত হাসিনাকে ফেরত পাঠাবে সমস্ত প্রশংসা হে মহান মনিব-তুমি আমাদের রব, বড় দাতা দয়াময়-আল্লাহ, তুমিই আমাদের সব ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধ নিহত আইয়ূ্বপু ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ  বিকেল ৪টার মধ্যে ৬ দাবি না মানলে কঠোর কর্মসূচি: সাত কলেজের শিক্ষার্থীরা পুলিশ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছে: ডিএমপি এবার বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ যাচ্ছে পাকিস্তানে

চীনে ১৫ মাস ধরে ছুটে চলেছে ১৫টি হাতি

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৫:২৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১
  • / ২৪৯ ৫০০০.০ বার পাঠক

আন্তর্জাতিক রিপোর্ট।।

দুটি শাবকসহ মোট ১৫টি হাতি ফসলের ক্ষেত তছনছ করে, গ্রামের পর গ্রাম, শহরের পর শহর পেরিয়ে ১৫ মাস ধরে তারা ছুটছে।

চীনের এশীয় হাতির এই পালটি ইতোমধ্যে তাদের আদি বাসভূমি থেকে ৫০০ কিলোমিটারের বেশি পথ পেরিয়ে এসেছে। বিজ্ঞানীরা বলছেন, আবাস ছেড়ে বুনো হাতির এত দীর্ঘ দূরত্ব পাড়ি দেওয়ার আর কোনো ঘটনা তাদের জানা নেই।হস্তিপালের এই দীর্ঘ অভিযাত্রার বিষয়টি বেশ কিছু দিন ধরেই আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও গবেষকদের আলোচনায় রয়েছে।

বিবিসি জানিয়েছে, ভারি বৃষ্টিতে পথ চলার গতি কমে আসার পর সম্প্রতি শিয়াঙ শহরের কাছাকাছি একটি গ্রামের পাশে বিশ্রাম নিতে দেখা গেছে হাতিগুলোকে। প্রাকৃতিক পরিবেশ ছেড়ে শহর-গ্রামের মাঝ দিয়ে এগিয়ে চলা এই হাতির পালকে নিবিড়ভাবে অনুসরণ করছে চীনা কর্তৃপক্ষ।

দক্ষিণ-পশ্চিমে এগিয়ে চলা হাতির পালটিকে নিরাপদে রাখতে ১৪টি ড্রোন আর ৫০০ কর্মীও নিয়োগ দিয়েছে স্থানীয় প্রশাসন। চায়না গ্লোবাল টেলিভিশন- সিজিটিএন জানিয়েছে, হাতির পালের যাত্রাপথ নির্বিঘ্ন করতে শহরের রাস্তায় যানচলাচলও বন্ধ করে দেওয়া হচ্ছে। এর আগে তাদের ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল স্থানীয় কর্তৃপক্ষ। তবে পরে হাতিগুলো নিজেরাই আবার পথ বদলায়। গতিবিধি দেখে মনে হচ্ছে এখন তারা চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশের শিশুয়াংবান্নায় মেঙ্গিয়াংজি নেচার রিজার্ভে তাদের পুরনো আবাসস্থলের দিকে যেতে চাইছে।

তাদের দেখভালের দায়িত্বে থাকা ইউনান ফরেস্ট ফায়ারফাইটিং ব্রিগেড জানিয়েছে, সম্প্রতি এই পাল থেকে একটি পুরুষ হাতি দলছুট হয়ে চার কিলোমিটার দূরে চলে গেছে।

দীর্ঘ চলার পথে এই হাতির পাল লাখ লাখ ডলারের শস্য খেয়ে ফেলছে, বিভিন্ন স্থাপনা ধ্বংস করছে এবং লোকালয়ের ভেতর দিয়ে যাওয়ার সময় শুঁড় দিয়ে গুঁতো মেরে যাচ্ছে দরজা জানালায়। যে পথ ধরে তারা এগিয়েছে, তার মাঝে ছিল কুনমিং নগরী, যেখানে কয়েক কোটি লোকের বসবাস। বিশ্ববাসীর নজর কেড়ে নেওয়া এই হাতির পালটি ঠিক কবে এবং কখন নিজেদের আবাস ছেড়ে এই যাত্রা শুরু করেছিল, তা এখনও স্পষ্ট নয়।

কেউ কেউ বলছেন, অনভিজ্ঞ কোনো নেতার পাল্লায় পড়ে এই দলটি হয়তে পথ হারিয়ে ফেলেছে। আবার অনেকে মনে করছেন, হাতিগুলো হয়তে নতুন একটি আবাসের সন্ধানে পথে নেমেছে। এশীয় হাতিকে বিশ্বে বিপন্ন প্রজাতি হিসেবে বিবেচনা করা হয়। চীনে এই বন্য হাতির সংখ্যা এখন মাত্র ৩০০, যাদের বেশিরভাগের আবাস দক্ষিণাঞ্চলের ইউনান প্রদেশে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চীনে ১৫ মাস ধরে ছুটে চলেছে ১৫টি হাতি

আপডেট টাইম : ০৫:২৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১

আন্তর্জাতিক রিপোর্ট।।

দুটি শাবকসহ মোট ১৫টি হাতি ফসলের ক্ষেত তছনছ করে, গ্রামের পর গ্রাম, শহরের পর শহর পেরিয়ে ১৫ মাস ধরে তারা ছুটছে।

চীনের এশীয় হাতির এই পালটি ইতোমধ্যে তাদের আদি বাসভূমি থেকে ৫০০ কিলোমিটারের বেশি পথ পেরিয়ে এসেছে। বিজ্ঞানীরা বলছেন, আবাস ছেড়ে বুনো হাতির এত দীর্ঘ দূরত্ব পাড়ি দেওয়ার আর কোনো ঘটনা তাদের জানা নেই।হস্তিপালের এই দীর্ঘ অভিযাত্রার বিষয়টি বেশ কিছু দিন ধরেই আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও গবেষকদের আলোচনায় রয়েছে।

বিবিসি জানিয়েছে, ভারি বৃষ্টিতে পথ চলার গতি কমে আসার পর সম্প্রতি শিয়াঙ শহরের কাছাকাছি একটি গ্রামের পাশে বিশ্রাম নিতে দেখা গেছে হাতিগুলোকে। প্রাকৃতিক পরিবেশ ছেড়ে শহর-গ্রামের মাঝ দিয়ে এগিয়ে চলা এই হাতির পালকে নিবিড়ভাবে অনুসরণ করছে চীনা কর্তৃপক্ষ।

দক্ষিণ-পশ্চিমে এগিয়ে চলা হাতির পালটিকে নিরাপদে রাখতে ১৪টি ড্রোন আর ৫০০ কর্মীও নিয়োগ দিয়েছে স্থানীয় প্রশাসন। চায়না গ্লোবাল টেলিভিশন- সিজিটিএন জানিয়েছে, হাতির পালের যাত্রাপথ নির্বিঘ্ন করতে শহরের রাস্তায় যানচলাচলও বন্ধ করে দেওয়া হচ্ছে। এর আগে তাদের ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল স্থানীয় কর্তৃপক্ষ। তবে পরে হাতিগুলো নিজেরাই আবার পথ বদলায়। গতিবিধি দেখে মনে হচ্ছে এখন তারা চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশের শিশুয়াংবান্নায় মেঙ্গিয়াংজি নেচার রিজার্ভে তাদের পুরনো আবাসস্থলের দিকে যেতে চাইছে।

তাদের দেখভালের দায়িত্বে থাকা ইউনান ফরেস্ট ফায়ারফাইটিং ব্রিগেড জানিয়েছে, সম্প্রতি এই পাল থেকে একটি পুরুষ হাতি দলছুট হয়ে চার কিলোমিটার দূরে চলে গেছে।

দীর্ঘ চলার পথে এই হাতির পাল লাখ লাখ ডলারের শস্য খেয়ে ফেলছে, বিভিন্ন স্থাপনা ধ্বংস করছে এবং লোকালয়ের ভেতর দিয়ে যাওয়ার সময় শুঁড় দিয়ে গুঁতো মেরে যাচ্ছে দরজা জানালায়। যে পথ ধরে তারা এগিয়েছে, তার মাঝে ছিল কুনমিং নগরী, যেখানে কয়েক কোটি লোকের বসবাস। বিশ্ববাসীর নজর কেড়ে নেওয়া এই হাতির পালটি ঠিক কবে এবং কখন নিজেদের আবাস ছেড়ে এই যাত্রা শুরু করেছিল, তা এখনও স্পষ্ট নয়।

কেউ কেউ বলছেন, অনভিজ্ঞ কোনো নেতার পাল্লায় পড়ে এই দলটি হয়তে পথ হারিয়ে ফেলেছে। আবার অনেকে মনে করছেন, হাতিগুলো হয়তে নতুন একটি আবাসের সন্ধানে পথে নেমেছে। এশীয় হাতিকে বিশ্বে বিপন্ন প্রজাতি হিসেবে বিবেচনা করা হয়। চীনে এই বন্য হাতির সংখ্যা এখন মাত্র ৩০০, যাদের বেশিরভাগের আবাস দক্ষিণাঞ্চলের ইউনান প্রদেশে।