হাসিনার আপিল করার সুযোগ নাই। যদি দেশে আসে, তবে গ্রেফতার হয়ে আদালত উপস্থিত হয়ে আপিল আবেদন করতে পারবে। তারেক রহমানেরও রায় হয়েছিল, সেও আসে নাই, যদি দেশে আসে তবে তাকেও গ্রেফতার হয়ে তারপর আপিল আবেদন করতে হবে। কারণ দুই জনই ফেরারি আসামি।
নাকি তারেক রহমানের জন্য আইন আলাদা?
এই কারণেই হয়তো তারেক রহমান দেশে আসতে ভয় পায়। এবং এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে কমপক্ষে ২০- ৩০ দিন কারাগারে থাকতে হবে। যেমনটা আমার দেশ পত্রিকার সম্পাদক মাহামুদুর রহমানকে থাকতে হয়েছিল। সম্ভবত তারেক রহমান এই কারণেই নির্বাচনের আগে দেশে আসছে না,সে ভয় পায় যদি গ্রেফতার করে আর জামিন না দেয় তবে সব শেষ,।
প্রিন্ট
নিজস্ব সংবাদ : 




















