ধামরাই প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে ফুলের মালা ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেয় নান্না ইউনিয়নের চাওনা গ্রামবাসী । শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) বিকেল ৪টায় ধামরাইয়ের ঘোড়া কান্দা বাজারে জাকির অ্যাডফার্ম মাল্টিমিডিয়া ভিশন এর উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।ধামরাই প্রেসক্লাবের সভাপতি ও মাই টিভির ধামরাই উপজেলা প্রতিনিধি আব্দুর রশিদ তুষারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিআইয়ের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ছামসুল হক, অনুষ্ঠানটির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কউশিক আহমেদ, অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মোঃ ওবায়দুল্লাহ খান, অনুষ্ঠানের সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন ধামরাই উপজেলা ইটভাটার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন, আর সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নান্নার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হারুন ও রশিদ, নান্নার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ধামরাই প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল আহাদ বাবু এবং পুরো অনুষ্ঠানটি জুড়ে উপস্থাপনায় ছিলেন ধামরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ বাবুল হোসেন, এছাড়াও ধামরাই প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নয়জন সদস্য সহ প্রেসক্লাবের ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সংবর্ধন অনুষ্ঠান শেষে এক মনোগ্য সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রিন্ট
ধামরাই ঢাকা প্রতিনিধিঃ মোঃ ওবাইদুল খান 




















