অদ্য ১২ নভেম্বর ২০২৫ (বুধবার) সকাল ১০:৩০ ঘটিকায় চট্রগ্রাম দামপাড়াস্থ সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে নগরীর ট্রাফিক-দক্ষিণ বিভাগের আওতাধীন বশিরুজ্জামান গোল চত্বর নতুন ব্রীজ এলাকার বাস স্টপেজ নদীর অপর পাড়ে স্থানান্তর ও যানজট নিরসনসহ সুষ্ঠু ট্রাফিক কার্যক্রম পরিচালনার নিমিত্তে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ আসফিকুজ্জামান আকতার, বিপিএম মহোদয়।
নগরীর ট্রাফিক বিভাগের আওতাধীন গুরুত্বপূর্ণ গোল চত্বর, নতুন ব্রিজ এলাকা, বাস স্ট্যান্ড সংলগ্ন নালার উপর পাড়ে স্থাপিত হকার ও অবৈধ নির্মাণ অপসারণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন বিষয়ক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভায় সিএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) জনাব মোহাম্মদ লিয়াকত আলী খান, পিএসসি; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক- বন্দর) জনাব কবীর আহম্মেদসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিডিএ, জেলা প্রশাসন এবং বিআরটিএ এর প্রতিনিধিবৃন্দ।
প্রিন্ট
,,, ,মোঃরোকন উদ্দিন প্রতিনিধি চট্টগ্রাম 




















