ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
আমার দেশের সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নাসিরনগরে মানববন্ধন আমার দেশের সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নাসিরনগরে মানববন্ধন দোষীদের আড়াল করার চেষ্টা, ৮১ হাজার কোটি টাকার খেলাপি ঋণ অবলোপন মেট্রোরেল-বিদ্যুৎ-সড়ক-রেলে সেবা বিঘ্নিত হলে দুঃখপ্রকাশ করা বাধ্যতামূলক ভারত ও পাকিস্তান ব্যয়বহুল যুদ্ধের সামর্থ্য রাখে না দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় আড়াই ঘণ্টা ব্ল্যাক আউট! কালিয়াকৈরে শ্রমিক অসন্তোষ: মহাসড়ক অবরোধ, সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরে যৌথবাহিনীর অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৫৬ স্থাপনা: ৮০কোটি টাকা মূল্যের বনভূমি উদ্ধার বিরামপুরে বিজিবি কর্তৃক ৫৭০ বোতল যৌন উত্তেজক সিরাপ আটক সাভার মডেল থানার কাউন্দিয়া পুলিশ ফাঁড়ির অসৎ পুলিশ সদস্যের নিয়ন্ত্রণে চলছে মাদক ব্যবসা পর্ব – ২

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় আড়াই ঘণ্টা ব্ল্যাক আউট!

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৫:৫৩:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • / ৩ ৫০০০.০ বার পাঠক

ছবি: সংগৃহীত

খুলনায় পাওয়ার গ্রিড ফেল করায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় বিদ্যুতের ব্ল্যাক আউট হয়েছে। জেলাগুলোতে প্রায় আড়াই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

শনিবার (২৬ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলাগুলোতে বিদ্যুৎ সরবরাহ ছিল না বলে জানায় বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ।

তবে পরে ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানা গেছে।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) জানিয়েছে, গ্রিড ফেল হওয়ার কারণে এই সমস্যা দেখা দিয়েছে।

এর আগে যশোর-খুলনা অঞ্চলে আকস্মিক দুই ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত যশোর-খুলনা অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট দেখা যায়। সন্ধ্যার পর থেকে আবার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে থাকে।

ওজোপাডিকোর পরিচালন ও সংরক্ষণ যশোর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী অমূল্য কুমার সরকার জানান, বিকেল সাড়ে ৫টা থেকে যশোর, খুলনা ও সাতক্ষীরা অঞ্চল ও পটুয়াখালীতে হঠাৎ করেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সন্ধ্যা সাড়ে ৭টা থেকেই ত্রুটি মেরামত শুরু হয় এবং এবং বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে। তিনি জানান, যশোরে ঝিনাইদহ থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তবে ঝিনাইদহ, মাগুরা ও কুষ্টিয়া অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল বলে তিনি জানান।

এদিকে পাওয়ার গ্রিড বাংলাদেশ জানিয়েছে, বিকেল ৫টা ৪৫ মিনিটে বিদ্যুতের জাতীয় গ্রিডে আকস্মিক কারিগরি ত্রুটির ফলে সমগ্র বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের কিছু অংশ গ্রিড হতে বিচ্ছিন্ন হয়ে বিদ্যুৎবিহীন হয়ে যায়। স্বল্পতম সময়ের মধ্যে এসব এলাকাকে পুনরায় গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। বর্তমানে জাতীয় গ্রিডের পরিস্থিতি স্বাভাবিক আছে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় আড়াই ঘণ্টা ব্ল্যাক আউট!

আপডেট টাইম : ০৫:৫৩:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

ছবি: সংগৃহীত

খুলনায় পাওয়ার গ্রিড ফেল করায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় বিদ্যুতের ব্ল্যাক আউট হয়েছে। জেলাগুলোতে প্রায় আড়াই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

শনিবার (২৬ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলাগুলোতে বিদ্যুৎ সরবরাহ ছিল না বলে জানায় বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ।

তবে পরে ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানা গেছে।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) জানিয়েছে, গ্রিড ফেল হওয়ার কারণে এই সমস্যা দেখা দিয়েছে।

এর আগে যশোর-খুলনা অঞ্চলে আকস্মিক দুই ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত যশোর-খুলনা অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট দেখা যায়। সন্ধ্যার পর থেকে আবার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে থাকে।

ওজোপাডিকোর পরিচালন ও সংরক্ষণ যশোর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী অমূল্য কুমার সরকার জানান, বিকেল সাড়ে ৫টা থেকে যশোর, খুলনা ও সাতক্ষীরা অঞ্চল ও পটুয়াখালীতে হঠাৎ করেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সন্ধ্যা সাড়ে ৭টা থেকেই ত্রুটি মেরামত শুরু হয় এবং এবং বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে। তিনি জানান, যশোরে ঝিনাইদহ থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তবে ঝিনাইদহ, মাগুরা ও কুষ্টিয়া অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল বলে তিনি জানান।

এদিকে পাওয়ার গ্রিড বাংলাদেশ জানিয়েছে, বিকেল ৫টা ৪৫ মিনিটে বিদ্যুতের জাতীয় গ্রিডে আকস্মিক কারিগরি ত্রুটির ফলে সমগ্র বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের কিছু অংশ গ্রিড হতে বিচ্ছিন্ন হয়ে বিদ্যুৎবিহীন হয়ে যায়। স্বল্পতম সময়ের মধ্যে এসব এলাকাকে পুনরায় গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। বর্তমানে জাতীয় গ্রিডের পরিস্থিতি স্বাভাবিক আছে।