কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তিনজন পুরুষ ভাইস চেয়ারম্যান একজন মনোনয়ন প্রত্যাহার করেন
- আপডেট টাইম : ০৬:০৬:৫৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
- / ১১৭ ৫০০০.০ বার পাঠক
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থিতা প্রত্যাহার করেন তিন জন ও পুরুষ ভাইসচেয়ারম্যান পদে একজন (সোমবার ২২ এপ্রিল ) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এই নির্বাচন বিএনপির অংশগ্রহণ না করায় কেন্দ্রীয় সিদ্ধান্তে প্রতি সম্মান জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন পাকুন্দিয়া উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ভিপি মোঃকামাল। আওয়ামী লীগ নেতা প্রফেসর আতাউর রহমান সোহেল পারিবারিক সিদ্ধান্ত ও স্বাস্থ্য গত কারনে, এবং নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে চেয়ারম্যান পদ থেকে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেন উপজেলা আইন শৃঙ্খলা শান্তির বৃহত্তর সাত্তে ব্যক্তিগত পারিবারিক ব্যবসাহিক সার্থে সিদ্ধান্তই চূড়ান্ত উপজেলা নেতা কর্মীদের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে প্রার্থীতা প্রত্যাহার করেন আতাউল্লাহ সিদ্দিকী মাসুদ । পুরুষ ভাইস চেয়ারম্যান পদে একজন মনোনয়ন প্রত্যাহার করেন প্রিন্সিপাল আবুল কাসেম বিপ্লব বাংলাদেশ জামাতই ইসলাম উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করায় কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করেন,পাকুন্দিয়া উপজেলায় চেয়ারম্যান পদে যারা চূড়ান্ত হলেন বর্তমান চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু,এ কে এম দিদার, এ কে এম হাবিবুর রহমান চুন্নু, এমদাদুল হক জুটন, হাজী মকবুল হোসেন।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে যারা চূড়ান্ত তারা হলেন আতাউর রহমান, একেএম ফজলুল হক,মোহাম্মদ জুয়েল। মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা হলেন মোছাঃ ললিতা বেগম, শামসুন্নাহার আপেল। কিশোরগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ মোরশেদ আলম সংবাদ মাধ্যম কে বিষয়টি নিশ্চিত করেছেন। ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল। আর ভোটগ্রহণ হবে ৮ মে।