মোংলা- রামপাল বাগেরহাট ০৩ আসনে বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদারকে মনোনয়ন দেওয়ার দাবিতে মুক্তিযোদ্ধাদের মানব বন্ধন
- আপডেট টাইম : ০৮:৩৩:২২ পূর্বাহ্ণ, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
- / ২৮৩ ৫০০০.০ বার পাঠক
মোংলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ২৫-১০-২০২৩ইং তারিখ রোজ বুধবার দুপুর ১২ টায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এ বাগেরহাট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইদ্রিস আলী ইজারদারকে মোংলা – রামপাল বাগেরহাট ০৩ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী করার দাবিতে মানববন্ধন করেন মোংলা উপজেলার সকল মুক্তিযোদ্ধারা। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা কেশব লাল মল্লিক,বীর মুক্তিযোদ্ধা প্রমাংসু কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা রনজিৎত কুমার দাস,বীর মুক্তিযোদ্ধ আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা আন্তনি রমেশ হালদার,বীর মুক্তিযোদ্ধা ইসরাফিল ইজারদার, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুল লতিফসহ সকল মুক্তিযোদ্ধাগন। এর আগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে মোংলা উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময় করেন মোংলা- রামপালের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ইদ্রিস আলী ইজারাদার। উক্ত মতবিনিময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইদ্রিস আলী ইজারাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন,সুন্দরবন ইউনিয়নের চেয়ারম্যান ইকরাম ইজারদারসহ অন্যান্য নেতাকর্মীরা।