ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
গাজীপুরে প্রতিবেশীদের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত দুই: তদন্তে পুলিশ নাসিরনগরে মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও সামাজিক উন্নয়ন বিষয়ক এ্যাডভোকেসী সভা ভৈরবে আওয়ামী লীগের পরিত্যক্ত অফিস থেকে যুবকের মরদেহ উদ্ধার ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফ’র হাতে বাংলাদেশী আটক ওভারটাইম আর নাইট বিলের টাকায় গড়েছেন 📖 সবার জন্য পড়া উন্মুক্ত পাঠাগার মাগুরায় বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ জিএমপি’র কোনাবাড়ি থানার ওসির ঘুষ কেলেংকারীতে তিন এসআই প্রত্যাহার রায়ের রিভিউতে আদালত খালেদা জিয়ার সম্মানহানি করা হয়েছে তনির স্বামী মারা গেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সারজিস আলমসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী’, জানা যায়

এডাব কিশোরগঞ্জের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক মাইকিং

কিশোরগঞ্জ প্রতিনিধি :
  • আপডেট টাইম : ১১:৫৫:০৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
  • / ১৩৮ ৫০০০.০ বার পাঠক

এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব), কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক মাইকিং ও প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (২০ জুলাই) ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও করণীয় সম্পর্কে দিনব্যাপী কিশোরগঞ্জ শহরের নয়টি ওয়ার্ডের বিভিন্ন মার্কেট, পাড়া-মহল্লার গলি, স্কুল কলেজ, সরকারী-বেসরকারী অফিস আদালত এলাকাসহ শহরের বিভিন্ন জনবহুলস্থানে ব্যাপকভাবে এ প্রচারণা কার্যক্রম চালানো হয়। বর্তমান সময়ে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় অফিস আদালত, বাসা-বাড়ীতে টব বালতি টায়ারে , বিল্ডিংয়ের আশেপাশেসহ শহরে যত্রতত্র ময়লা আবর্জনা বা পানি যাতে জমে না থাকে এ বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও করনীয় বিষয়ে মাইকিংয়ের মাধ্যমে অবহিত করা হয়।

এ বিষয়ে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, কিশোরগঞ্জ জেলার স্থানীয় কোন বাসিন্দা এখন পর্যন্ত ডেঙ্গুতে কেউ আক্রান্ত হয়নি, গত ২৪ ঘন্টায় আক্রান্ত রোগীর সংখ্যা ০৩ জন এবং ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ০৬ জন। তবে এ বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলাম বলেন, গত জানুয়ারী/২৩ হতে অদ্যাবধি পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৫৫, ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১৪১, কেউ মারা যায়নি। বর্তমানে হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা ১৪। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা কার্যক্রম চলমান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ওয়েপ এর নির্বাহী পরিচালক ও এডাব কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান রিপন বলেন, সারা দেশের ন্যায় কিশোরগঞ্জ জেলায়ও ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া গেছে, তবে গত ঈদুল আযহায় ঢাকা ও অন্যান্য এলাকা থেকে এ জেলায় আগত মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়, এ জেলার স্থানীয় কোন বাসিন্দা এখন পর্যন্ত কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়নি। ডেঙ্গুতে যাতে এ জেলার কোন বাসিন্দাই আক্রান্ত না হয়, সে বিষয়টি সামনে রেখেই এডাব জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে মাইকিং ও প্রচারণা কার্যক্রম অব্যাহত রেখেছে এবং চালিয়ে যাবে।

উইডুর সমন্বয়কারী খায়রুল ইসলাম বলেন, কিশোরগঞ্জ জেলা শহরের যত্রতত্র ময়লা আবর্জনায় ভর্তি, নরসুন্দা নদীর ময়লা পানিতে প্রতি নিয়ত মশার জম্ম হচ্ছে, পৌরসভা এ বিষয়ে উদাসীন। কিশোরগঞ্জ পৌরসভাকে এ বিষয়ে যত্নবান হওয়া ও যথাযথ ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।

দিগন্ত মটরস এর প্রোপ্রাইটর মোঃ আলাউদ্দিন বলেন, ঢাকাসহ অন্যান্য জেলার মত যে কোন সময় এ জেলার বাসিন্দাও ডেঙ্গুতে আক্রান্ত হতে পারেন, তাই এ জেলার বাসিন্দাদের দিনের বেলায়ও মশারী টানিয়ে ঘুমানোর আহ্বান জানান।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

এডাব কিশোরগঞ্জের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক মাইকিং

আপডেট টাইম : ১১:৫৫:০৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩

এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব), কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক মাইকিং ও প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (২০ জুলাই) ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও করণীয় সম্পর্কে দিনব্যাপী কিশোরগঞ্জ শহরের নয়টি ওয়ার্ডের বিভিন্ন মার্কেট, পাড়া-মহল্লার গলি, স্কুল কলেজ, সরকারী-বেসরকারী অফিস আদালত এলাকাসহ শহরের বিভিন্ন জনবহুলস্থানে ব্যাপকভাবে এ প্রচারণা কার্যক্রম চালানো হয়। বর্তমান সময়ে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় অফিস আদালত, বাসা-বাড়ীতে টব বালতি টায়ারে , বিল্ডিংয়ের আশেপাশেসহ শহরে যত্রতত্র ময়লা আবর্জনা বা পানি যাতে জমে না থাকে এ বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও করনীয় বিষয়ে মাইকিংয়ের মাধ্যমে অবহিত করা হয়।

এ বিষয়ে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, কিশোরগঞ্জ জেলার স্থানীয় কোন বাসিন্দা এখন পর্যন্ত ডেঙ্গুতে কেউ আক্রান্ত হয়নি, গত ২৪ ঘন্টায় আক্রান্ত রোগীর সংখ্যা ০৩ জন এবং ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ০৬ জন। তবে এ বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলাম বলেন, গত জানুয়ারী/২৩ হতে অদ্যাবধি পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৫৫, ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১৪১, কেউ মারা যায়নি। বর্তমানে হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা ১৪। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা কার্যক্রম চলমান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ওয়েপ এর নির্বাহী পরিচালক ও এডাব কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান রিপন বলেন, সারা দেশের ন্যায় কিশোরগঞ্জ জেলায়ও ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া গেছে, তবে গত ঈদুল আযহায় ঢাকা ও অন্যান্য এলাকা থেকে এ জেলায় আগত মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়, এ জেলার স্থানীয় কোন বাসিন্দা এখন পর্যন্ত কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়নি। ডেঙ্গুতে যাতে এ জেলার কোন বাসিন্দাই আক্রান্ত না হয়, সে বিষয়টি সামনে রেখেই এডাব জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে মাইকিং ও প্রচারণা কার্যক্রম অব্যাহত রেখেছে এবং চালিয়ে যাবে।

উইডুর সমন্বয়কারী খায়রুল ইসলাম বলেন, কিশোরগঞ্জ জেলা শহরের যত্রতত্র ময়লা আবর্জনায় ভর্তি, নরসুন্দা নদীর ময়লা পানিতে প্রতি নিয়ত মশার জম্ম হচ্ছে, পৌরসভা এ বিষয়ে উদাসীন। কিশোরগঞ্জ পৌরসভাকে এ বিষয়ে যত্নবান হওয়া ও যথাযথ ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।

দিগন্ত মটরস এর প্রোপ্রাইটর মোঃ আলাউদ্দিন বলেন, ঢাকাসহ অন্যান্য জেলার মত যে কোন সময় এ জেলার বাসিন্দাও ডেঙ্গুতে আক্রান্ত হতে পারেন, তাই এ জেলার বাসিন্দাদের দিনের বেলায়ও মশারী টানিয়ে ঘুমানোর আহ্বান জানান।