সংবাদ শিরোনাম ::
হোমনায় বানরের কামড়ে ২ জন আহত! দুই কুকুরের সহযোগিতায় বানর আটক

আলাউদ্দিন মিয়া. হোমনা( কুমিল্লা) প্রতিনিধি
- আপডেট টাইম : ০৫:১২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
- / ১৮৩ ৫০০০.০ বার পাঠক
কুমিল্লার হোমনায় এক বানরের কামড়ে দুই ব্যক্তি আহত হয়েছেন। দুইটি কুকুরের সহযোগিতায় বানরকে আটক করা হয়েছে।
আহতরা হল বাগমারা গ্রামে আবদুল বাতেন ও হোমনা উত্তর পাড়া গ্রামের নিরব।
বৃহস্পতিবার(০৪ মার্চ) হোমনা পৌরসভা সদরের ৪ নং ওয়ার্ডে উত্তর পারা গ্রামে এ জংলী বানরটি বিভিন্ন বাড়িতে প্রবেশ করে লোকজনকে কামড়াতে তেরে আসে। সকাল থেকেই স্থানীয়রা বানরটি আটক করার চেষ্টা করে। পরে দুইটি কুকুর বানরটিকে আক্রমন করলে বানরের একটি হাত এবং একটি পায়ে ব্যথা পেয়ে আহত হয়। এ সুযোগে বানরটিকে লোহার শিকলে বন্দি করেন জনগন।
পরে বন বিভাগের কর্তৃপক্ষকে বিষয়টি জানালে বিকেলে বানরটি উদ্ধার করে বনাঞ্চলে অবমুক্ত করা হবে বলে মুঠোফোনের জানান বন বিভাগের কর্মচারি আবদুল মান্নান।
এ দিকে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
আরো খবর.......