ভাঙ্গড়ের রাজপথে ফিরে আসলেন আই এস এফ নেতা ও বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী
- আপডেট টাইম : ০৩:৩৭:৩৬ অপরাহ্ণ, রবিবার, ১২ মার্চ ২০২৩
- / ১২৪ ৫০০০.০ বার পাঠক
আজ পশ্চিম বাংলার বিধান সভার সদস্য এবং আই এস এফ নেতা ও ফুরফুরা শরিফের পীরজাদা নওশাদ সিদ্দিকী পুরানো ফিগারে ফিরে আসলেন আম আদমি র কাছে পীরজাদা নওশাদ সিদ্দিকী। এদিন তার বিধান সভা কেন্দ্রে আসেন সদ্য জেল থেকে মুক্তি পাওয়া ভারতের বিখ্যাত হুগলি র ফুরফুরা শরিফের পীরজাদা ও বিধায়ক। এদিন তাকে সম্মান প্রদর্শন করতে ভাঙ্গড়ের রাজপথে নারী ও পুরুষের ঢল নামে। তার রাস্তার দুই দিকে হাজার হাজার মানুষ তাকে পুস্পস্তবক ও ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন সাধারণ মানুষ। পীরজাদা নওশাদ সিদ্দিকী তিনি বলেন আগামী সামনে পঞ্চায়েত নির্বাচনে তার সচ্ছ পঞ্চায়েত এবং অপরাধ মুক্ত পঞ্চায়েত গঠন করতে তার দল সাধারণ মানুষের নিয়ে কাজ করবে। তাই নয় সাধারণ মানুষের পরিষেবা যাতে প্রতিটি মানুষ পায় তা নিশ্চিত করতে তার দল আই এস এফ বদ্ধ পরিকর। তিনি তৃনমূল দল কে এবং বিজেপি কে পশ্চিম বাংলার ক্ষমতা থেকে উৎখাত করার জন্য লড়াই চালিয়ে যাবে। তিনি তার ভাঙ্গড়ের হাতিশালাতে তার দলের কার্যালয়ে যান। সেখানে আগামী নির্বাচনে র কর্মসূচি পালন নিয়ে দলীয় নেতা ও কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।।