উপজাতি নারী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন
- আপডেট টাইম : ০৭:৩১:৫৩ পূর্বাহ্ণ, সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
- / ১৪৩ ৫০০০.০ বার পাঠক
১৭/২/২০২৩ ইং সকাল ১০ ঘটিকার সময় লামা ফসিয়াখালী ইউনিয়নের দুই নং ওয়ার্ডের এক উপজাতি নারী ধর্ষণের প্রতিবাদে উপজাতি ছাত্র-ছাত্রী শিক্ষার্থীরা লামা উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধন করে।
উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন ছাত্র সমাজের পক্ষ থেকে মং এনু মারমা, এবং উপজাতীয় ছাত্র সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন হ্লাচিং মারমা,মংশৈচিং মারমা এবং ভিকটিমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন তার ভাই মংক্যহ্লা মারমা।
বক্তারা বলেন, অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক।
ভিকটিমের ভাই মংক্যহ্লা মারমা এক বক্তব্যে বলেন ২৪/০২ ২০২৩ আনুমানিক দুপুর এক(১)ঘটিকার সময় তার বোন পাড়ার পার্শ্বে একাশি বাগানে শাক তুলতে গেলে দর্শক কায়সার পিছন থেকে এসে তার বোনকে জবরদস্তি করে ধর্ষণ করে। তার চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসলে দর্শক পালিয়ে যায়। সে তার পরিবারের পক্ষ থেকে তার বোনকে ধর্ষণের বিচার দাবি করছে এবং প্রশাসনের একান্ত সহযোগিতা কামনা করছে।
মানববন্ধনের পূর্বে লামা বাজারে একটি বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষ করে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে। সভাপতির বক্তব্য শেষে উক্ত মানববন্ধনের সমাপ্তি করা হয়।
(ধর্ষকের পরিবার বা ধর্ষক থেকে এখনো কোন মন্তব্য পাওয়া যায়নি)