গোবিন্দবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ র উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল আগত
- আপডেট টাইম : ০১:০২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২
- / ২২৬ ৫০০০.০ বার পাঠক
কাশিমপুর থানা আওতাধীন.গোবিন্দবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ এর উদ্যোগে।বিজয়ের মাসে ধর্মপ্রাণ মুসলমানদের জন্য বিশাল তাফসীরুল কুরআন মাহফিল এর আয়োজন করেছেন।১৭ ই ডিসেম্বর (২০২২)শনিবার বাদ আসর হইতে এ তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে।স্থান গোবিন্দবাড়ী জামে মসজিদ সংলগ্ন মাঠ।উক্ত মাহফিলে প্রধান বক্তা ওয়াজ ফরমাইবেন হযরত মাওঃ মুফতি জাফর আহম্মদ সাহেব।দা.বা. পীর সাহেব ঢালকা নগর ঢাকা।হযরত মাওঃ ওয়াহেদুজ্জমান ফারুকী ধামরাই ঢাক। হাফেজ মাওঃ মুফতি এনামুল হাসান সিরাজি।বোর্ড বাজার গাজীপুর।
উক্ত তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আলহাজ্ব সাইজ উদ্দিন মোল্লা স্বর্ণ পদক প্রাপ্ত কাউন্সিলর ৩ নং ওয়ার্ড ১ নং যুগ্ন সাধারণ সম্পাদক কাশিমপুর থানা আওয়ামীলীগ।সভাপতিত্ব করবেন মোঃ নাজিম উদ্দিন ম্যানেজিং ডিরেক্টর মডেল হোমিও কম্পলেক্স প্রাঃ লিঃ। রমজান আলী সভাপতি অত্র মসজিদ। হাজী নিয়াম উদ্দিন সহ সভাপতি অত্র মসজিদ।পরিচালানা করবেন মোস্তফা ও হাফেজ মাইন উদ্দিন অভর্থনায় হাফেজ মাওঃ মুফতি আব্দুর রউফ। সকল কে মাহফিল ময়দানে দলে দলে উপস্থিত থেকে দোজহানের অশেষ নেকী হাসিল করুন।বিঃ দ্রঃ যানবাহন রাখার সুবন্দ ব্যবস্থা আছে। মহিলাদের জন্য পর্দাশীল ভাবে ওয়াজ সোনার সুব্যবস্থা আছে।