কাশিমপুরে তিন মাস পরে অপহরণকারী আল-আমীন আটক
- আপডেট টাইম : ০১:২৯:২৭ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
- / ১৬৪ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর মহানগর কাশিমপুরে প্রায় তিন মাস পর পুলিশের হাতে আটক হলো অপহরনকারী আল-আমীন (২৮) আল আমিনের পিতার নাম নুরুল হক,মাতা শাহনাজ বেগম।আল-আমীনের বাড়ি গাজীপুর মহানগর কোনাবাড়ী জরুন এলাকায়। আল-আমীন বেশকিছু দিন ধরে মোসাঃ উম্মে কুলসুম (১৬) কে প্রেম ভালবাসার কথা বলে আসছিল, এতে উম্মে কুলসুম রাজি হননি, গত ০৫/০২/ ২০২২ ইং তারিখে বেড়ানোর জন্য বাসা থেকে বের হন মেয়েটি,আগে থেকেই উৎ পেতে ছিল আল-আমীন ৪ নং ওয়ার্ড খানপাড়া পৌঁছাতেই আল-আমীন সহ তার সহযোগীরা উম্মে কুলসুম কে জোড় করে তুলে নিয়ে যায়,পরে বিভিন্ন জায়গায় খোজাখুজি করার পর ১০/০২/২২ ইং তারিখে একটি লিখিত অভিযোগ দায়ের করেন কাশিমপুর থানায় উম্মে কুলসুম এর পরিবার,পরে কাশিমপুর থানার এস আই হানিফ উম্মে কুলসুম কে উদ্ধার করেন এবং অপহরণকারী পালিয়ে যায় পরে আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে গতকাল ১২/০৮/২০২২ ইং তারিখে রাতে
এস আই হানিফ সঙ্গীয় ফোর্স সহ
আল-আমীন কে আটক করেন এবং আজ সকালে আল-আমীন কে আদালতে প্রেরণ করা হয়