ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বদরপুরে একটি পুকুর থেকে কামদেব দাস নামে উনিশ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ Logo ভৈরবে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র সহ রগ কাটা ফজলু ডাকাত গ্রেফতার Logo উদীচী ছায়ানট ও গণমাধ্যমে হামলার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ এর আয়োজন করেন বাংলাদেশ উদীচী শিল্পী গোস্ঠী মঠবাড়ীয়া শাখা Logo তারেক রহমানের  আসার উপলক্ষে ভৈরবে বিএনপির আনন্দ র‍্যালি Logo দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা Logo বলিউডের ১২ হাজার কোটির বছর: শীর্ষ ১০ সিনেমায় বক্স অফিস রেকর্ড Logo এবার ১৪ ঘণ্টায় এলো ২৩ লাখ ৬৮ হাজার টাকা ডা. তাসনিম জারা Logo কপাল পুড়ল’ রুমিন ফারহানার, জুনায়েদকে সমর্থন বিএনপির Logo একনেকে ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন Logo পাবনার বাজারে বিক্রি হওয়া দুধে মিলল ডিটারজেন্ট

যুক্তরাজ্যে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ গ্রুপের সমর্থনে বিক্ষোভ, গ্রেফতার ৪৭৪

‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামের একটি সংগঠনকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করার পর তাদের সমর্থনে বিক্ষোভ করায় যুক্তরাজ্যে কমপক্ষে ৪৭৪ জনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ। গত মাসে ব্রিটিশ সরকার এই গ্রুপটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে।

রোববার (১০ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

পুলিশের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যে ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কাজ করা ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামের একটি গ্রুপকে নিষিদ্ধ করার প্রতিবাদে লন্ডনের ওয়েস্টমিনস্টারে পার্লামেন্ট স্কয়ারে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ডিফেন্ড আওয়ার জুরিস নামের একটি ক্যাম্পেইন গ্রুপ এ বিক্ষোভ আয়োজন করে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পুলিশ জানিয়েছে, পার্লামেন্ট স্কয়ারে জড়ো হয়ে বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর পক্ষে সমর্থন জানানোয় তাদের গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন
ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে শি জিনপিংকে ফোন করলেন পুতিন
ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে শি জিনপিংকে ফোন করলেন পুতিন
বিবিসি জানায়, বিক্ষোভের শুরুতে পার্লামেন্ট স্কয়ারে ৫০০ থেকে ৬০০ জন ছিলেন। তাদের মধ্যে অনেক দর্শক, সাংবাদিক ছিলেন। আবার এমন অনেকে ছিলেন, যাদের হাতে প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থনে কোনো প্ল্যাকার্ড ছিল না। তাদের মধ্যে নিষিদ্ধ সংগঠনটিকে সমর্থন করার অভিযোগে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা নাগাদ ৩৬৫ জনকে গ্রেফতার করা হয়। পরে আরও অনেককে গ্রেফতার করার খবর দেয় রয়টার্স। এ ছাড়া পুলিশের ওপর হামলার অভিযোগে পাঁচজনসহ সাতজন গ্রেফতার হয়েছেন। তবে পুলিশ সদস্যরা গুরুতর আহত হননি।

রয়টার্সের খবরে বলা হয়, লন্ডন মেট্রোপলিটন পুলিশ বিভাগ সামাজিকমাধ্যম এক্সে এক বার্তায় বলেছে, এ পর্যন্ত ৪৬৬ জনকে গ্রেফতার করেছে তারা।

ঘটনাস্থল থেকে রয়টার্সের ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীদের কেউ কেউ ফিলিস্তিনি পতাকার মতো সাদা-কালো স্কার্ফ পড়েছেন। তাদের ‘আপনাদের লজ্জা পাওয়া উচিত’ এবং ‘গাজা থেকে হাত গুটাও’ ইত্যাদি স্লোগান দিতে শোনা গেছে। পাশাপাশি ‘আমি গণহত্যার বিরোধী, প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থক’-এর মতো বিভিন্ন স্লোগান-সংবলিত প্ল্যাকার্ড বহন করতে দেখা গেছে।

আলজাজিরার প্রতিবেদক সোনিয়া গালেগো জানিয়েছেন, গ্রেফতার বা শাস্তির হুমকি সত্ত্বেও প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থকরা পিছিয়ে আসেননি। তার ভাষায়, একটি টি-শার্টে ‘আই সাপোর্ট প্যালেস্টাইন অ্যাকশন’ লেখা থাকলে, এমনকি কাগজে লিখে ধরলেও তাকে গ্রেফতার করা হতে পারে।

লেবার পার্টির এমপি জন ম্যাকডোনেল পার্লামেন্ট স্কোয়ারে গ্রেফতার নিয়ে ক্ষোভ প্রকাশ করে এক্সে লিখেছেন, মানুষকে আমাদের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য গ্রেফতার করা লজ্জাজনক।

ইসরাইলের প্রতি যুক্তরাজ্যের সমর্থনের প্রতিবাদে প্যালেস্টাইন অ্যাকশনের কিছু সদস্য যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের একটি ঘাঁটিতে অনুপ্রবেশ করে কিছু বিমান ক্ষতি করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে গত জুলাই মাসে যুক্তরাজ্যের আইনপ্রণেতারা গ্রুপটিকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ করেন। নিষিদ্ধ হওয়া ওই গ্রুপের সদস্য হওয়া যুক্তরাজ্যে এখন অপরাধ হিসেবে গণ্য হবে, যার সাজা হিসেবে সর্বোচ্চ ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

প্যালেস্টাইন অ্যাকশনের সহপ্রতিষ্ঠাতা হুদা আম্মোরি গত সপ্তাহে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ জানানোর অনুমতি পেয়েছেন।


প্রিন্ট
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বদরপুরে একটি পুকুর থেকে কামদেব দাস নামে উনিশ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

যুক্তরাজ্যে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ গ্রুপের সমর্থনে বিক্ষোভ, গ্রেফতার ৪৭৪

আপডেট সময় ১১:৩৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামের একটি সংগঠনকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করার পর তাদের সমর্থনে বিক্ষোভ করায় যুক্তরাজ্যে কমপক্ষে ৪৭৪ জনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ। গত মাসে ব্রিটিশ সরকার এই গ্রুপটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে।

রোববার (১০ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

পুলিশের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যে ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কাজ করা ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামের একটি গ্রুপকে নিষিদ্ধ করার প্রতিবাদে লন্ডনের ওয়েস্টমিনস্টারে পার্লামেন্ট স্কয়ারে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ডিফেন্ড আওয়ার জুরিস নামের একটি ক্যাম্পেইন গ্রুপ এ বিক্ষোভ আয়োজন করে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পুলিশ জানিয়েছে, পার্লামেন্ট স্কয়ারে জড়ো হয়ে বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর পক্ষে সমর্থন জানানোয় তাদের গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন
ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে শি জিনপিংকে ফোন করলেন পুতিন
ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে শি জিনপিংকে ফোন করলেন পুতিন
বিবিসি জানায়, বিক্ষোভের শুরুতে পার্লামেন্ট স্কয়ারে ৫০০ থেকে ৬০০ জন ছিলেন। তাদের মধ্যে অনেক দর্শক, সাংবাদিক ছিলেন। আবার এমন অনেকে ছিলেন, যাদের হাতে প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থনে কোনো প্ল্যাকার্ড ছিল না। তাদের মধ্যে নিষিদ্ধ সংগঠনটিকে সমর্থন করার অভিযোগে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা নাগাদ ৩৬৫ জনকে গ্রেফতার করা হয়। পরে আরও অনেককে গ্রেফতার করার খবর দেয় রয়টার্স। এ ছাড়া পুলিশের ওপর হামলার অভিযোগে পাঁচজনসহ সাতজন গ্রেফতার হয়েছেন। তবে পুলিশ সদস্যরা গুরুতর আহত হননি।

রয়টার্সের খবরে বলা হয়, লন্ডন মেট্রোপলিটন পুলিশ বিভাগ সামাজিকমাধ্যম এক্সে এক বার্তায় বলেছে, এ পর্যন্ত ৪৬৬ জনকে গ্রেফতার করেছে তারা।

ঘটনাস্থল থেকে রয়টার্সের ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীদের কেউ কেউ ফিলিস্তিনি পতাকার মতো সাদা-কালো স্কার্ফ পড়েছেন। তাদের ‘আপনাদের লজ্জা পাওয়া উচিত’ এবং ‘গাজা থেকে হাত গুটাও’ ইত্যাদি স্লোগান দিতে শোনা গেছে। পাশাপাশি ‘আমি গণহত্যার বিরোধী, প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থক’-এর মতো বিভিন্ন স্লোগান-সংবলিত প্ল্যাকার্ড বহন করতে দেখা গেছে।

আলজাজিরার প্রতিবেদক সোনিয়া গালেগো জানিয়েছেন, গ্রেফতার বা শাস্তির হুমকি সত্ত্বেও প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থকরা পিছিয়ে আসেননি। তার ভাষায়, একটি টি-শার্টে ‘আই সাপোর্ট প্যালেস্টাইন অ্যাকশন’ লেখা থাকলে, এমনকি কাগজে লিখে ধরলেও তাকে গ্রেফতার করা হতে পারে।

লেবার পার্টির এমপি জন ম্যাকডোনেল পার্লামেন্ট স্কোয়ারে গ্রেফতার নিয়ে ক্ষোভ প্রকাশ করে এক্সে লিখেছেন, মানুষকে আমাদের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য গ্রেফতার করা লজ্জাজনক।

ইসরাইলের প্রতি যুক্তরাজ্যের সমর্থনের প্রতিবাদে প্যালেস্টাইন অ্যাকশনের কিছু সদস্য যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের একটি ঘাঁটিতে অনুপ্রবেশ করে কিছু বিমান ক্ষতি করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে গত জুলাই মাসে যুক্তরাজ্যের আইনপ্রণেতারা গ্রুপটিকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ করেন। নিষিদ্ধ হওয়া ওই গ্রুপের সদস্য হওয়া যুক্তরাজ্যে এখন অপরাধ হিসেবে গণ্য হবে, যার সাজা হিসেবে সর্বোচ্চ ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

প্যালেস্টাইন অ্যাকশনের সহপ্রতিষ্ঠাতা হুদা আম্মোরি গত সপ্তাহে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ জানানোর অনুমতি পেয়েছেন।


প্রিন্ট