ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হবিগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী ডা: শাখায়াত হাসান জীবন আজমিরীগঞ্জ বানিয়াচংয়ে উচ্ছ্বাস Logo পটুয়াখালী-২ আসনে এনসিপি-জামায়াতে উচ্ছ্বাস, বিএনপিতে বিষাদ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মাগুরা-২ আসনে ধানের শীষের কান্ডারী এ্যাড. নিতাই রায় চৌধুরী Logo ফরিদপুরে চেয়ারম্যানের শেল্টারে চায়না দুয়ারি জালের কারখানার রমরমা ব্যবসা, প্রশাসনের অভিযানে নিয়ন্ত্রণহীন অবস্থা Logo রয়টার্সের প্রতিবেদন বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে আদানি গ্রুপ Logo টানা কমছে দেশের রপ্তানি আয়, সামনে আরও কমার আশঙ্কা Logo বিএনপির ফাঁকা রাখা ৬৩ আসনে অগ্রাধিকার পাবেন যারা Logo আরপিও সংশোধন অধ্যাদেশ জারি জোট করলেও নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে Logo আশুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসে ৬ দলিল লেখক বরখাস্ত Logo সাভারে ট্রলি ভ্যানের ব্রেক ফেল আয়ারল্যান্ডের ওপরে এসে গতিবিধি নিয়ন্ত্রণ

আজমিরীগঞ্জ কিন্ডারগার্টেন স্কুলের পাশে ময়লার স্তুপ, ছড়াছে রোগবালাই

আজমীরীগঞ্জ পৌরসভার মাছ বাজার শেট এর নিচে ও সবজি বাজার  যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তায় ময়লার স্তূপ পুড়ে দূষিত হচ্ছে পরিবেশ। পৌরসভার তদারকির অভাবে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন। ময়লা পুড়িয়ে অপসারণ করার প্রবণতা দিন দিন বেড়ে চলেছে, যা শুধুমাত্র পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে না, বরং আশপাশের মানুষ, পথচারী এবং শিশুদের স্বাস্থ্যের ওপর গুরুতর প্রভাব ফেলছে।

স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিন এলাকার বিভিন্ন এলাকা ও বাজার থেকে সংগৃহীত ময়লা-আবর্জনা এই গুরত্বপূর্ণ রাস্তার পাশে  স্তূপ করে রাখা হয়। পরে সেই ময়লা পুড়িয়ে ফেলার মাধ্যমে অপসারণ করা হয়। এই প্রক্রিয়ার ফলে বায়ুতে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে, যা আশেপাশের মানুষের শ্বাসকষ্ট, চোখে জ্বালা এবং ত্বকের সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

ময়লার স্তূপ থেকে মাত্র কয়েকশো মিটার দূরত্বে একটি কিন্ডারগার্টেন (ইকরা শিশু একাডেমী ) স্কুল অবস্থিত। শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, প্রতিদিন ময়লা পোড়ানোর কারণে স্কুল প্রাঙ্গণ ধোঁয়ায় ঢেকে যায়। শিশুরা মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছে না, এমনকি ক্লাসরুমে বসে পড়াশোনা করতেও কষ্ট হচ্ছে। ফলে শিক্ষার্থীদের মধ্যে শারীরিক অসুস্থতার আশঙ্কা বেড়ে যাচ্ছে। এক বাসিন্দা বলেন, “আমাদের এলাকা দূষণের কারণে বসবাসের অযোগ্য হয়ে উঠছে। শিশুরা অসুস্থ হয়ে পড়ছে ।

পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, ময়লা-আবর্জনা পোড়ানো পরিবেশ ও স্বাস্থ্য উভয়ের জন্য মারাত্মক ক্ষতিকর। এই প্রক্রিয়ায় কার্বন ডাই-অক্সাইড, সালফার ডাই-অক্সাইডসহ বিষাক্ত গ্যাস নির্গত হয়, যা দীর্ঘমেয়াদে গুরুতর পরিবেশগত সংকট সৃষ্টি করতে পারে। 

বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, ময়লার ব্যবস্থাপনার জন্য আধুনিক ও পরিবেশবান্ধব পদ্ধতি অবলম্বন করা উচিত।
স্থানীয় জনগণের দাবি, ময়লা পোড়ানোর পরিবর্তে রিসাইক্লিং এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রযুক্তি ব্যবহার করে এই সমস্যার সমাধান করা হোক। পাশাপাশি কিন্ডারগার্টেনের কাছে ময়লা ফেলা সম্পূর্ণভাবে বন্ধ করার আহ্বান জানিয়েছেন তারা।
পরিবেশ দূষণ প্রতিরোধে এবং শিশুদের স্বাস্থ্যের সুরক্ষায় পৌর কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করছেন এলাকাবাসী।


প্রিন্ট
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী ডা: শাখায়াত হাসান জীবন আজমিরীগঞ্জ বানিয়াচংয়ে উচ্ছ্বাস

আজমিরীগঞ্জ কিন্ডারগার্টেন স্কুলের পাশে ময়লার স্তুপ, ছড়াছে রোগবালাই

আপডেট সময় ০১:২৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

আজমীরীগঞ্জ পৌরসভার মাছ বাজার শেট এর নিচে ও সবজি বাজার  যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তায় ময়লার স্তূপ পুড়ে দূষিত হচ্ছে পরিবেশ। পৌরসভার তদারকির অভাবে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন। ময়লা পুড়িয়ে অপসারণ করার প্রবণতা দিন দিন বেড়ে চলেছে, যা শুধুমাত্র পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে না, বরং আশপাশের মানুষ, পথচারী এবং শিশুদের স্বাস্থ্যের ওপর গুরুতর প্রভাব ফেলছে।

স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিন এলাকার বিভিন্ন এলাকা ও বাজার থেকে সংগৃহীত ময়লা-আবর্জনা এই গুরত্বপূর্ণ রাস্তার পাশে  স্তূপ করে রাখা হয়। পরে সেই ময়লা পুড়িয়ে ফেলার মাধ্যমে অপসারণ করা হয়। এই প্রক্রিয়ার ফলে বায়ুতে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে, যা আশেপাশের মানুষের শ্বাসকষ্ট, চোখে জ্বালা এবং ত্বকের সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

ময়লার স্তূপ থেকে মাত্র কয়েকশো মিটার দূরত্বে একটি কিন্ডারগার্টেন (ইকরা শিশু একাডেমী ) স্কুল অবস্থিত। শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, প্রতিদিন ময়লা পোড়ানোর কারণে স্কুল প্রাঙ্গণ ধোঁয়ায় ঢেকে যায়। শিশুরা মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছে না, এমনকি ক্লাসরুমে বসে পড়াশোনা করতেও কষ্ট হচ্ছে। ফলে শিক্ষার্থীদের মধ্যে শারীরিক অসুস্থতার আশঙ্কা বেড়ে যাচ্ছে। এক বাসিন্দা বলেন, “আমাদের এলাকা দূষণের কারণে বসবাসের অযোগ্য হয়ে উঠছে। শিশুরা অসুস্থ হয়ে পড়ছে ।

পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, ময়লা-আবর্জনা পোড়ানো পরিবেশ ও স্বাস্থ্য উভয়ের জন্য মারাত্মক ক্ষতিকর। এই প্রক্রিয়ায় কার্বন ডাই-অক্সাইড, সালফার ডাই-অক্সাইডসহ বিষাক্ত গ্যাস নির্গত হয়, যা দীর্ঘমেয়াদে গুরুতর পরিবেশগত সংকট সৃষ্টি করতে পারে। 

বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, ময়লার ব্যবস্থাপনার জন্য আধুনিক ও পরিবেশবান্ধব পদ্ধতি অবলম্বন করা উচিত।
স্থানীয় জনগণের দাবি, ময়লা পোড়ানোর পরিবর্তে রিসাইক্লিং এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রযুক্তি ব্যবহার করে এই সমস্যার সমাধান করা হোক। পাশাপাশি কিন্ডারগার্টেনের কাছে ময়লা ফেলা সম্পূর্ণভাবে বন্ধ করার আহ্বান জানিয়েছেন তারা।
পরিবেশ দূষণ প্রতিরোধে এবং শিশুদের স্বাস্থ্যের সুরক্ষায় পৌর কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করছেন এলাকাবাসী।


প্রিন্ট