ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
গাজীপুরে যৌথবাহিনীর অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৫৬ স্থাপনা: ৮০কোটি টাকা মূল্যের বনভূমি উদ্ধার বিরামপুরে বিজিবি কর্তৃক ৫৭০ বোতল যৌন উত্তেজক সিরাপ আটক সাভার মডেল থানার কাউন্দিয়া পুলিশ ফাঁড়ির অসৎ পুলিশ সদস্যের নিয়ন্ত্রণে চলছে মাদক ব্যবসা পর্ব – ২ সিলেট বিমানবন্দর থেকে প্রথম কার্গো ফ্লাইট চালু হচ্ছে রোববার রাত্রে জাঁকজমক ভাবে কর্মী সভা উদযাপন পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে লাখো মানুষের সমাগম ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে সৌদি আরব ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে জামায়াতের অবদান সবার স্মরণে থাকবে: আলী রীয়াজ এবার হলো মিরপুরে রাস্তায় ৮টি অবৈধ গেট উচ্ছেদ বিদেশি নাগরিকদের অপহরণ থেকে উদ্ধার: খুলনা রেঞ্জ ডিআইজি জনাব মো. রেজাউল হক, পিপিএম মহোদয়ের দৃষ্টান্তমূলক অভিযান”

ফখরুলসহ ৫১ আসামির বিরুদ্ধে চার্জ গঠন ২১ নবেম্বর

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৭:৫৩:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
  • / ২৩৫ ৫০০০.০ বার পাঠক

সময়ের কন্ঠ রিপোর্ট।।
রাজধানীর পল্টন থানায় বিস্ফোরক ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫১ আসামির বিরুদ্ধে চার্জ (অভিযোগ)গঠনের তারিখ পিছিয়েছেন আদালত। আগামী ২১ নবেম্বর অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়েছে।

আজ রবিবার (১৯ সেপ্টেম্বর) অতিরিক্ত মহানগর দায়রা জজ-৫ এর ফাতেমা ফেরদৌস অভিযোগ গঠনের এই আদেশ দেন।

আজ মির্জা ফখরুলসহ বিএনপির ৩৫ নেতাকর্মী হাজিরা দিতে আদালতে উপস্থিত হন। এরইমধ্যে মামলার আসামিদের মধ্যে তিনজন মারা গেলে এ-সংক্রান্ত প্রতিবেদন আদালতে না আসায় আদালত শুনানি পিছিয়ে দেন। এছাড়া কিছু আসামি পলাতক রয়েছেন।

আদালতের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ মামলার আসামি তানভীর, আদিল বাবু, শফিউল বারী বাবু মারা যাওয়ায় তাদের মৃত্যুর প্রতিবেদন আদালতে দাখিল হয়নি। ফলে মৃত্যু প্রতিবেদন আসা সাপেক্ষে চার্জ গঠন শুনানির জন্য এ দিন ধার্য করেন আদালত।আসামিপক্ষের আইনজীবী ইকবাল হোসেন বলেন, কোনো আসামির মৃত্যু হলে সংশ্লিষ্ট প্রমাণাদিসহ একটি প্রতিবেদন আদালতে জমা দিতে হয়। এজন্য আসামি পক্ষের আইনজীবীর মাধ্যমে আবেদন করতে হয়। আমরা বিধি মোতাবেক আবেদন করেছি কিন্তু আসামির মৃত্যু সংক্রান্ত প্রতিবেদন এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আদালতে জমা দেননি। তাই আদালত অভিযোগ গঠনের তারিখ পিছিয়ে দিয়ে আগামী ২১ নবেম্বর ধার্য করেছেন।
এদিন আসামিপক্ষে প্রায় অর্ধশতাধিক আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন।২০১৮ সালে রাজধানীর পল্টন থানায় বিস্ফোরক ও হত্যাচেষ্টার অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়েছিল। মামলা নম্বর ৬(১)১৪। মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৯, ৩৫৩, ৩৪১, ৩৩২, ৩০৭, ৪৩৫, ৪২৭, ১০৯, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে।একইসঙ্গে আসামিদের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনের ৩/৬ ধারাতেও অভিযোগ করা হয়েছে। এরপর ৫১ আসামির বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ফখরুলসহ ৫১ আসামির বিরুদ্ধে চার্জ গঠন ২১ নবেম্বর

আপডেট টাইম : ০৭:৫৩:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১

সময়ের কন্ঠ রিপোর্ট।।
রাজধানীর পল্টন থানায় বিস্ফোরক ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫১ আসামির বিরুদ্ধে চার্জ (অভিযোগ)গঠনের তারিখ পিছিয়েছেন আদালত। আগামী ২১ নবেম্বর অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়েছে।

আজ রবিবার (১৯ সেপ্টেম্বর) অতিরিক্ত মহানগর দায়রা জজ-৫ এর ফাতেমা ফেরদৌস অভিযোগ গঠনের এই আদেশ দেন।

আজ মির্জা ফখরুলসহ বিএনপির ৩৫ নেতাকর্মী হাজিরা দিতে আদালতে উপস্থিত হন। এরইমধ্যে মামলার আসামিদের মধ্যে তিনজন মারা গেলে এ-সংক্রান্ত প্রতিবেদন আদালতে না আসায় আদালত শুনানি পিছিয়ে দেন। এছাড়া কিছু আসামি পলাতক রয়েছেন।

আদালতের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ মামলার আসামি তানভীর, আদিল বাবু, শফিউল বারী বাবু মারা যাওয়ায় তাদের মৃত্যুর প্রতিবেদন আদালতে দাখিল হয়নি। ফলে মৃত্যু প্রতিবেদন আসা সাপেক্ষে চার্জ গঠন শুনানির জন্য এ দিন ধার্য করেন আদালত।আসামিপক্ষের আইনজীবী ইকবাল হোসেন বলেন, কোনো আসামির মৃত্যু হলে সংশ্লিষ্ট প্রমাণাদিসহ একটি প্রতিবেদন আদালতে জমা দিতে হয়। এজন্য আসামি পক্ষের আইনজীবীর মাধ্যমে আবেদন করতে হয়। আমরা বিধি মোতাবেক আবেদন করেছি কিন্তু আসামির মৃত্যু সংক্রান্ত প্রতিবেদন এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আদালতে জমা দেননি। তাই আদালত অভিযোগ গঠনের তারিখ পিছিয়ে দিয়ে আগামী ২১ নবেম্বর ধার্য করেছেন।
এদিন আসামিপক্ষে প্রায় অর্ধশতাধিক আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন।২০১৮ সালে রাজধানীর পল্টন থানায় বিস্ফোরক ও হত্যাচেষ্টার অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়েছিল। মামলা নম্বর ৬(১)১৪। মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৯, ৩৫৩, ৩৪১, ৩৩২, ৩০৭, ৪৩৫, ৪২৭, ১০৯, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে।একইসঙ্গে আসামিদের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনের ৩/৬ ধারাতেও অভিযোগ করা হয়েছে। এরপর ৫১ আসামির বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ।