ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
সংবাদ শিরোনাম ::
নবাবগঞ্জ প্রেসক্লাবের সকল সাংবাদিকের সঙ্গে ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় পাকুন্দিয়া উপজেলায় ৪ মামলার পরোয়ানাভূক্ত পলাতক আসামী গ্রেফতার রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা কোনাবাড়ি পল্লী বিদ্যুৎ পাওয়ার সাবস্টেশনে আগুন তামাক হচ্ছে মাদকের মূল লক্ষ্য -ডাঃ মোঃ নজরুল ইসলাম কিরাটন ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম আমাদের মাঝে আর নেই শিবগঞ্জে সানামসজিদ স্থলবন্দরে হিট স্ট্রোকে ট্রাফিক পরিদর্শকের মৃত্যু গাজীপুরবাসীর জন্য চরম “সৌভাগ্য’ বর্তমান ডিসি এডিসি রেভিনিউ চৌকস ও মেধাবী দুই কর্মকর্তার চিন্তা,চেতনায় কর্মে, সর্বোপরিভাবে সততাকে প্রাধাণ্য দিয়েই দায়িত্ব পালন করছেন জামালপুরে ভোজ্য তেল সিন্ডিকেটের নিয়ন্ত্রনে কিশোরগঞ্জে নিখোঁজের পর ছাত্রলীগ নেতার গলিত মরদেহ উদ্ধার

ফখরুলসহ ৫১ আসামির বিরুদ্ধে চার্জ গঠন ২১ নবেম্বর

  • সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৭:৫৩:৫৫ পূর্বাহ্ণ, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
  • ১৬১ ০.০০০ বার পাঠক

সময়ের কন্ঠ রিপোর্ট।।
রাজধানীর পল্টন থানায় বিস্ফোরক ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫১ আসামির বিরুদ্ধে চার্জ (অভিযোগ)গঠনের তারিখ পিছিয়েছেন আদালত। আগামী ২১ নবেম্বর অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়েছে।

আজ রবিবার (১৯ সেপ্টেম্বর) অতিরিক্ত মহানগর দায়রা জজ-৫ এর ফাতেমা ফেরদৌস অভিযোগ গঠনের এই আদেশ দেন।

আজ মির্জা ফখরুলসহ বিএনপির ৩৫ নেতাকর্মী হাজিরা দিতে আদালতে উপস্থিত হন। এরইমধ্যে মামলার আসামিদের মধ্যে তিনজন মারা গেলে এ-সংক্রান্ত প্রতিবেদন আদালতে না আসায় আদালত শুনানি পিছিয়ে দেন। এছাড়া কিছু আসামি পলাতক রয়েছেন।

আদালতের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ মামলার আসামি তানভীর, আদিল বাবু, শফিউল বারী বাবু মারা যাওয়ায় তাদের মৃত্যুর প্রতিবেদন আদালতে দাখিল হয়নি। ফলে মৃত্যু প্রতিবেদন আসা সাপেক্ষে চার্জ গঠন শুনানির জন্য এ দিন ধার্য করেন আদালত।আসামিপক্ষের আইনজীবী ইকবাল হোসেন বলেন, কোনো আসামির মৃত্যু হলে সংশ্লিষ্ট প্রমাণাদিসহ একটি প্রতিবেদন আদালতে জমা দিতে হয়। এজন্য আসামি পক্ষের আইনজীবীর মাধ্যমে আবেদন করতে হয়। আমরা বিধি মোতাবেক আবেদন করেছি কিন্তু আসামির মৃত্যু সংক্রান্ত প্রতিবেদন এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আদালতে জমা দেননি। তাই আদালত অভিযোগ গঠনের তারিখ পিছিয়ে দিয়ে আগামী ২১ নবেম্বর ধার্য করেছেন।
এদিন আসামিপক্ষে প্রায় অর্ধশতাধিক আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন।২০১৮ সালে রাজধানীর পল্টন থানায় বিস্ফোরক ও হত্যাচেষ্টার অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়েছিল। মামলা নম্বর ৬(১)১৪। মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৯, ৩৫৩, ৩৪১, ৩৩২, ৩০৭, ৪৩৫, ৪২৭, ১০৯, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে।একইসঙ্গে আসামিদের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনের ৩/৬ ধারাতেও অভিযোগ করা হয়েছে। এরপর ৫১ আসামির বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ।

আরো খবর.......

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জ প্রেসক্লাবের সকল সাংবাদিকের সঙ্গে ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

ফখরুলসহ ৫১ আসামির বিরুদ্ধে চার্জ গঠন ২১ নবেম্বর

আপডেট টাইম : ০৭:৫৩:৫৫ পূর্বাহ্ণ, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১

সময়ের কন্ঠ রিপোর্ট।।
রাজধানীর পল্টন থানায় বিস্ফোরক ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫১ আসামির বিরুদ্ধে চার্জ (অভিযোগ)গঠনের তারিখ পিছিয়েছেন আদালত। আগামী ২১ নবেম্বর অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়েছে।

আজ রবিবার (১৯ সেপ্টেম্বর) অতিরিক্ত মহানগর দায়রা জজ-৫ এর ফাতেমা ফেরদৌস অভিযোগ গঠনের এই আদেশ দেন।

আজ মির্জা ফখরুলসহ বিএনপির ৩৫ নেতাকর্মী হাজিরা দিতে আদালতে উপস্থিত হন। এরইমধ্যে মামলার আসামিদের মধ্যে তিনজন মারা গেলে এ-সংক্রান্ত প্রতিবেদন আদালতে না আসায় আদালত শুনানি পিছিয়ে দেন। এছাড়া কিছু আসামি পলাতক রয়েছেন।

আদালতের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ মামলার আসামি তানভীর, আদিল বাবু, শফিউল বারী বাবু মারা যাওয়ায় তাদের মৃত্যুর প্রতিবেদন আদালতে দাখিল হয়নি। ফলে মৃত্যু প্রতিবেদন আসা সাপেক্ষে চার্জ গঠন শুনানির জন্য এ দিন ধার্য করেন আদালত।আসামিপক্ষের আইনজীবী ইকবাল হোসেন বলেন, কোনো আসামির মৃত্যু হলে সংশ্লিষ্ট প্রমাণাদিসহ একটি প্রতিবেদন আদালতে জমা দিতে হয়। এজন্য আসামি পক্ষের আইনজীবীর মাধ্যমে আবেদন করতে হয়। আমরা বিধি মোতাবেক আবেদন করেছি কিন্তু আসামির মৃত্যু সংক্রান্ত প্রতিবেদন এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আদালতে জমা দেননি। তাই আদালত অভিযোগ গঠনের তারিখ পিছিয়ে দিয়ে আগামী ২১ নবেম্বর ধার্য করেছেন।
এদিন আসামিপক্ষে প্রায় অর্ধশতাধিক আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন।২০১৮ সালে রাজধানীর পল্টন থানায় বিস্ফোরক ও হত্যাচেষ্টার অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়েছিল। মামলা নম্বর ৬(১)১৪। মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৯, ৩৫৩, ৩৪১, ৩৩২, ৩০৭, ৪৩৫, ৪২৭, ১০৯, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে।একইসঙ্গে আসামিদের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনের ৩/৬ ধারাতেও অভিযোগ করা হয়েছে। এরপর ৫১ আসামির বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ।