ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আশুগঞ্জে পুলিশের বড় সাফল্য সাড়ে ৩৪ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ আটক ২ মাদক কারবারি Logo চেইন চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা Logo ভোটের গাড়ির যাত্রা শুরুর উদ্বোধনে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা নির্বাচনে ভয় থাকবে না, থাকবে নির্ভীক মত প্রকাশ Logo যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে: প্রধান উপদেষ্টা Logo এবার এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি Logo একের পর হামলা-হত্যাকাণ্ড, প্রশাসন ‘নির্লিপ্ত’ কেন? Logo নাহিদ হাসনাতসহ গানম্যান পেলেন যারা Logo বারকোনা একতা ক্রীড়া সংঘ এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত Logo হাদিকে গুলি করে হত্যা: ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা Logo হাদি হত্যা: ফয়সালদের ব্যাংকে ১২৭ কোটি টাকা লেনদেন

জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে আওয়ামী লীগ ব্যক্তিগত ও দলীয় স্বার্থে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক এবং ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
তিনি বলেন, শরীফ ওসমান হাদী ছিলেন একজন সাহসী জুলাই যোদ্ধা, দেশপ্রেমিক ও জনপ্রিয় তরুণ রাজনৈতিক নেতা। ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে তার আপসহীন অবস্থান এবং সাধারণ মানুষের পক্ষে তার সোচ্চার ভূমিকার কারণেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বিরোধী মত দমনে আওয়ামী লীগের ধারাবাহিক রাজনৈতিক হত্যাকাণ্ডেরই অংশ।
ডা. সালাউদ্দিন বাবু আরও বলেন, হাদী ছিলেন জাতির একজন বীর সন্তান। তার কণ্ঠে ছিল নিপীড়িত মানুষের আর্তনাদ, তার কলম ও বক্তব্যে উঠে আসত অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ। এই কারণেই তাকে টার্গেট করে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেককে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময় ধরে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের দমন-পীড়ন, গুম, খুন ও হামলার রাজনীতি চালিয়ে আসছে। হাদী হত্যাকাণ্ড তারই জঘন্য উদাহরণ। জনগণ আজ এই রক্তের রাজনীতি থেকে মুক্তি চায়।
এ সময় তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। কোনো প্রভাবশালী মহল যেন দায় এড়িয়ে যেতে না পারে, সেদিকে নজর দিতে হবে। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়।
ডা. সালাউদ্দিন বাবু হাদীর পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, বিএনপি সবসময় এই পরিবারের পাশে থাকবে। হাদীর আত্মত্যাগ বৃথা যাবে না। তার দেখা স্বপ্নের হাত ধরেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান হবে।

কাঠগড়া যুব সমাজের উদ্যোগে মরহুম দেওয়ান ইদ্রিস স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর ফাইনাল খেলায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ার কাঠগড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এই ফাইনাল ম্যাচ।
ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনউদ্দিন বিপ্লব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য এবং আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
হাড্ডাহাড্ডি লড়াইয়ে গাজীরচট ফুটবল স্পোর্টিং ক্লাব ২–১ গোলে ইয়াপুর ইউনিয়ন ফাইটার্সকে পরাজিত করে টুর্নামেন্টের শিরোপা জিতে নেয়।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।
এ সময় মাঠে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক ও বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক।


প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আশুগঞ্জে পুলিশের বড় সাফল্য সাড়ে ৩৪ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ আটক ২ মাদক কারবারি

জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে আওয়ামী লীগ ব্যক্তিগত ও দলীয় স্বার্থে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন

আপডেট সময় ০১:৩৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক এবং ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
তিনি বলেন, শরীফ ওসমান হাদী ছিলেন একজন সাহসী জুলাই যোদ্ধা, দেশপ্রেমিক ও জনপ্রিয় তরুণ রাজনৈতিক নেতা। ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে তার আপসহীন অবস্থান এবং সাধারণ মানুষের পক্ষে তার সোচ্চার ভূমিকার কারণেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বিরোধী মত দমনে আওয়ামী লীগের ধারাবাহিক রাজনৈতিক হত্যাকাণ্ডেরই অংশ।
ডা. সালাউদ্দিন বাবু আরও বলেন, হাদী ছিলেন জাতির একজন বীর সন্তান। তার কণ্ঠে ছিল নিপীড়িত মানুষের আর্তনাদ, তার কলম ও বক্তব্যে উঠে আসত অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ। এই কারণেই তাকে টার্গেট করে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেককে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময় ধরে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের দমন-পীড়ন, গুম, খুন ও হামলার রাজনীতি চালিয়ে আসছে। হাদী হত্যাকাণ্ড তারই জঘন্য উদাহরণ। জনগণ আজ এই রক্তের রাজনীতি থেকে মুক্তি চায়।
এ সময় তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। কোনো প্রভাবশালী মহল যেন দায় এড়িয়ে যেতে না পারে, সেদিকে নজর দিতে হবে। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়।
ডা. সালাউদ্দিন বাবু হাদীর পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, বিএনপি সবসময় এই পরিবারের পাশে থাকবে। হাদীর আত্মত্যাগ বৃথা যাবে না। তার দেখা স্বপ্নের হাত ধরেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান হবে।

কাঠগড়া যুব সমাজের উদ্যোগে মরহুম দেওয়ান ইদ্রিস স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর ফাইনাল খেলায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ার কাঠগড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এই ফাইনাল ম্যাচ।
ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনউদ্দিন বিপ্লব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য এবং আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
হাড্ডাহাড্ডি লড়াইয়ে গাজীরচট ফুটবল স্পোর্টিং ক্লাব ২–১ গোলে ইয়াপুর ইউনিয়ন ফাইটার্সকে পরাজিত করে টুর্নামেন্টের শিরোপা জিতে নেয়।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।
এ সময় মাঠে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক ও বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক।


প্রিন্ট