গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৯ নং ওয়ার্ডের সফিপুর বাজারের একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (৩০ নভেম্বর) বেলা ১১ টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এসময় উড়াল সেতুর নিচ দিয়ে প্রায় বিশ মিনিট গাড়ি চলাচল বন্ধ থাকে।
দমকল বাহিনীর কর্মীরা জানান, সফিপুর বাজারের একটি মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে মার্কেটের বেশ কিছু দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের কারণ এখনো জানা যায়নি।
প্রিন্ট
মোঃ ফরিদ আহমেদ ভ্রাম্যমাণ প্রতিনিধি 




















