নিম্নস্বাক্ষরকারী নাম,মোঃ তাজরিয়ান আঞ্জুম (২২), পিতা: মোঃ মামুনুর রশিদ সরকার, মাতা: মোছাঃ আকলিমা খাতুন, জাতীয় পরিচয় পত্র নং: ৭৩৮২০৯৪১৪৭ ঠিকানা (স্থায়ী) পূর্ব কাঁটাবাড়ী, গ্রাম কাটাবাড়ী ইউনিয়ন/ওয়ার্ড ওয়ার্ড নং-০৭, খানা ফুলবাড়ী, জেলা দিনাজপুর ও ঠিকানা (বর্তমান)-, 42352, পূর্ব কাটাবাড়ী, 3993, ওয়ার্ড নং-৭, 661, ফুলবাড়ী, 120, দিনাজপুর, ১৭, রংপুর, মোবাইল নং-০১৫৭৬৫৯৫২৩৮।
এই মর্মে জানাচ্ছি যে, গত রোজ রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ খ্রিঃ সকাল ১১:০০ ঘটিকার সময় ফুলবাড়ী থানাধীন ওয়ার্ড নং-৭ ইউনিয়ন/ওয়ার্ড এর পূর্ব কাটাবাড়ী এলাকা থেকে তার ডকুমেন্ট হারিয়ে গিয়েছে। নিম্নে তার ডকুমেন্ট এর বিস্তারিত বিবরণ ও ঘটনার বিবরণ প্রদান করা হলো। ডকুমেন্ট এর বিবরণ: ধরণ :
নম্বর পত্র (মার্কশীট) রেজিট্রৌশন নং ২৭০০৪০৫৬৩৩ শিক্ষাবর্ষ ১০০০ প্রতিষ্ঠানের নাম ফুলবাড়ি জিএম পাইলট উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীর নাম এমডি তাজরিয়ান আনজুম পিতার নাম ঠিকানা মোঃ মামুনুর রশিদ সরকার মাতায় নাম এমএসটি আকলিমা খাতুন পূর্ব কাটবার শ্রেনী এসএসসি বিভাগ/গ্রুপ বিল্ডিং রক্ষণাবেক্ষণ জন্মতারিখ ২৮ নভেম্বর, ২০००७ জরুরী যোগাযোগ: নাম : মোঃ মামুনুর রশিদ সরকার বাবা মোবাইল ঠিকানা ২০১৭১০৩০১১৫৭ পূর্ব কাটাবাড়ী, ওয়ার্ড নং-৭, ফুলবাড়ী, দিনাজপুর, রংপুর ঘটনার বিবরণ: বর্ণিত নম্বরপত্র (মার্কশীট)টি নিজ বাসায় হতে ফুলবাড়ী নিমতলা মোড় বাজারে যানবাহন যাতায়াতের সময় নিজের অজান্তে পরে যায়। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে, এখন পর্যন্ত খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায় নিই, খোঁজাখুঁজি অব্যাহত আছে। এমতাবস্থায়, উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য ফুলবাড়িয়ায় থানার, জিডি নং ১০৯০, করিয়া রাখা একান্ত প্রয়োজন
প্রিন্ট
নিজস্ব সংবাদ : 




















