সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে ঘানার প্রায় ৩৯ শতাংশ তরুণ বেকার। ছবি: সংগৃহীত
ঘানার রাজধানী আক্রায় বুধবার সামরিক বাহিনীর নিয়োগ কার্যক্রমে পদদলিত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে যখন চাকরিপ্রত্যাশীরা নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন বলে ঘানার সামরিক বাহিনী জানিয়েছে।
সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অপ্রত্যাশিতভাবে বিপুল সংখ্যক আবেদনকারী নিরাপত্তা প্রোটোকল ভেঙে নির্ধারিত সময়ের আগেই স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করেন,’ এতে পদদলিত হওয়ার ঘটনা ঘটে।
এতে অনেকেই আহত হন এবং তাদের দ্রুত সামরিক হাসপাতালে নেওয়া হয়।
ঘানায় নিরাপত্তা বাহিনীতে নিয়োগ কার্যক্রম সাধারণত বিপুল তরুণ বেকার জনগোষ্ঠীর আগ্রহ সৃষ্টি করে। দেশটি দীর্ঘদিন ধরেই উচ্চ বেকারত্বের সমস্যায় ভুগছে।
কোভিড-১৯ মহামারির পর পশ্চিম আফ্রিকার একসময়ের সম্ভাবনাময় এই অর্থনীতি ভেঙে পড়ে। ২০২২ সালে দেশটিতে মুদ্রাস্ফীতি ২১ বছরের মধ্যে সর্বোচ্চ ৫০ শতাংশে পৌঁছায়, যদিও আইএমএফ-সমর্থিত অর্থনৈতিক সংস্কারের পর ২০২৫ সালের অক্টোবরে তা নেমে আসে ৮ শতাংশে।
প্রিন্ট
আন্তর্জাতিক রিপোর্ট 



















