সাভার উপজেলায় গেন্ডা বাসস্টান্ড সংলগ্ন হাইওয়ে রোডে ট্রলি ভ্যানের ব্রেক হারিয়ে ফেলে এবং আয়ারল্যান্ড ওপরে এসে ঠেকলে গাড়ি টির গতি নিয়ন্ত্রণে আসে। গত ৩০/১১/২০২৫ ইং মধ্যে রাতে এমন দূর্ঘটনাটি ঘটে।
ঘটনায় আয়ারল্যান্ডের স্থাপনার কিছুটা অংশ ভেঙে গুড়িয়ে যায় এবং তেমন কোন হতাহতের খবর পাওয়া যায় নি। ট্রলি ভ্যান টি সিমেন্ট জাতীয় মালামাল বহন করে ঢাকা হাইওয়ে মহাসড়ক হয়ে নবীনাগর, আশুলিয়ার উদ্দেশ্যে রওয়ানা করেন। সাভার এরিয়ার প্রবেশের পূর্বেই উলাইল বাসস্টান্ড পার হওয়ার পর গতি নিয়ন্ত্রণে না রাখতে পেরে
 গেন্ডা বাসস্টান্ড সংলগ্ন প্রথম কাটার আয়ারল্যান্ডের ওপরে এসে  ঠেকে ও তার গতিবিধি  নিয়ন্ত্রণে আসে। ট্রলি ভ্যানটি নিয়ন্ত্রণে আসে  মধ্য রাতে। এমন ঘটনায় পরবর্তী দিনে ও ট্রলি ভ্যানের ভিতরে কয় জন ছিল এবং এমন ঘটনায় কোন দূর্ঘটনা জনিত কোন তথ্য পাওয়া যায় নি। 
ঢাকা হাইওয়ে মহাসড়কে   সড়ক দুর্ঘটনার এমন ঘটনা প্রায়ই ঘটে। এমন দূর্ঘটনা এড়াতে হাইওয়ে রোডে থাকা সার্জেন্টদের অবহেলাই মূল কারন। দূর্ঘটনা জনিত ট্রলি ভ্যান টি ৩১/১১/২০২৫ ইং আনুমানিক দুপুর ২ টার দিকে সাভার হাইওয়ে পুলিশ সদস্য উপস্থিত হন এবং ট্রলি ভ্যান টি হাইওয়ে থানায় নিয়ে যান। ট্রলি ভ্যান টি রানার্স কোম্পানির ঢাকা মেট্রো-ট – ৬৩-৩৮৩৫ মডেল ২০,১৬।
এই দূর্ঘটনার বিসয়ে সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জানান এঘটনার বিসয়ে তদন্ত আওতাধীন। দূত এই দূর্ঘটনার তথ্য এবং গাড়ির মালিক ও ড্রাইভারের সকল লাইসেন্স জনিত ডকুমেন্টস খতিয়ে দেখবে সাভার হাইওয়ে থানা পুলিশ ।
প্রিন্ট
																			
																বিশেষ প্রতিনিধি								 



















