জাতীয় দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি লাবুকে গত রোববার সন্ধ্যা ৮টায় দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক মহব্বত হোসেন হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি প্রদর্শন করেন।
বিষয় টি নিয়ে ভুক্তভোগী লাবু মিয়া আইনী পদক্ষেপ নিচ্ছেন বলে জানা গেছে।
মহব্বত হোসেন এর নির্দেশে টাঙ্গাইল জাপা নেতা মোজাম্মেল ও তার বাহিনী দিয়ে ইতিপূর্বে লাবুকে রাতের বেলায় অপহরণ করে হাত পা ভেঙ্গে মৃত ভেবে ফেলে রেখে যায় মির্জাপুর উপজেলার জার্মুকী মহাসড়কে। গত রোববার রাতে ফের মহব্বত হোসেন হোয়াটসঅ্যাপে লাবুকে হুমকি দিয়ে বলেন টাঙ্গাইল শহরতলী দিঘুলিয়ার আমার এলাকার লোকজন তোকে হাত-পা ভেঙ্গেছে এবার তুই আমার পিছনে লেগেছিস তকে দেখে নেবো। এবার তর শেষ পরিণতি হবে বলে হোয়াটসঅ্যাপে হুমকি দেয়।
এছাড়া, সাংবাদিক লাবু কে নিয়ে মহব্বত হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে অপপ্রচার।
এ ব্যাপারে সাংবাদিক লাবু জানান, মহব্বত হোসেন আওয়ামী লীগ মনোনীত নৈশ ভোটের সাবেক এমপি ছোট মনির বন্ধু। মহব্বত হোসেন এর বিরুদ্ধে অনিয়ম এর প্রতিবেদন পত্রিকায় প্রকাশিত হয়েছে ও দুদকে অভিযোগ হয়েছে। এজন্য আমাকে দোষারুপ করে নানা নীলনকশা বাস্তবায়ন করতে ব্যস্ত। কে বা কাহারা যাদের নিয়ে অডিও রেকর্ড ছেড়েছে তা নিয়ে আমাকে জড়িয়ে মিথ্যাচার করছে। একজন সুবিধাবাদী ও মিথ্যাচারী হচ্ছেন মহব্বত হোসেন।
প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: 




















