ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পিআর নিয়ে গণভোটে অনড় জামায়াত, মানলেই জুলাই সনদে স্বাক্ষর Logo ৫ ঘণ্টা পেরিয়ে গেলেও ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে আসেনি, ভেঙে পড়ছে দেয়াল Logo ভাঙ্গুড়ায় আড়াই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস Logo বরগুনার তালতলীতে সুশীলনের উদ্যোগে নারীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ, Logo মহম্মদপুরে শহীদ আবীর হোসেন দিবস পালিত Logo কালিয়াকৈরে জমির দলিল জালিয়াতির অভিযোগ Logo অতিরিক্ত নম্বর দিয়ে সন্তুষ্টি নয়, ন্যায্য নম্বর দিয়ে সততাকে বেছে নিয়েছি Logo হাসিনার অর্থ জোগানদাতা কে এই দিলীপ, তার কারামুক্তির নেপথ্যে কারা? Logo HSC Result 2025 : কোন বোর্ডে পাশের হার কত শতাংশ? জিপিএ-৫ কত? Logo জুলাই সনদের আইনিভিত্তি নিশ্চিত না হলে অনুষ্ঠানে অংশীদার হবো না: নাহিদ

ভাঙ্গুড়ায় আড়াই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

পাবনার ভাঙ্গুড়ায় প্রায় আড়াই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য দপ্তর। সোমবার (১৫ অক্টোবর) রাত প্রায় বারোটার দিকে উপজেলার পুইবিল এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আজম।

অভিযানে সহযোগিতা করেন ভাঙ্গুড়া থানা পুলিশের একটি টিম। গোপন সংবাদের ভিত্তিতে রাতের অন্ধকারে উপজেলার পুইবিল এলাকায় অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়। পরে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে জালের মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি বলে মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে।

স্থানীয়দের মতে, চায়না দুয়ারী জাল অত্যন্ত সূক্ষ্ম হওয়ায় এতে ছোট ছোট মাছও ধরা পড়ে যায়, ফলে একদিকে যেমন মাছের বংশবৃদ্ধি হুমকির মুখে পড়ছে, অন্যদিকে নদী ও জলাশয়ের জীববৈচিত্র্যও ধ্বংস হচ্ছে।

মৎস্য দপ্তরের কর্মকর্তারা জানান, মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী নিষিদ্ধ জাল রাখলে বা ব্যবহার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এজন্য সবাইকে এসব জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আজম বলেন, “চায়না দুয়ারী জাল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই জাল দিয়ে মাছের পোনা, মা মাছ ও ছোট মাছ নির্বিচারে নিধন করা হয়। ফলে নদী ও খালের প্রাকৃতিক মাছের উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।”

তিনি আরও বলেন, প্রতিনিয়ত এমন অভিযানের মাধ্যমে সাধারণ জেলেদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে। ভবিষ্যত প্রজন্মের জন্য জলজ সম্পদ রক্ষা করতেই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ছবি: ভাঙ্গুড়া উপজেলার পুইবিল এলাকায় উদ্ধার করা প্রায় আড়াই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করছেন উপজেলা মৎস্য কর্মকর্তারা।


প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিআর নিয়ে গণভোটে অনড় জামায়াত, মানলেই জুলাই সনদে স্বাক্ষর

ভাঙ্গুড়ায় আড়াই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

আপডেট সময় ০৬:৩৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

পাবনার ভাঙ্গুড়ায় প্রায় আড়াই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য দপ্তর। সোমবার (১৫ অক্টোবর) রাত প্রায় বারোটার দিকে উপজেলার পুইবিল এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আজম।

অভিযানে সহযোগিতা করেন ভাঙ্গুড়া থানা পুলিশের একটি টিম। গোপন সংবাদের ভিত্তিতে রাতের অন্ধকারে উপজেলার পুইবিল এলাকায় অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়। পরে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে জালের মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি বলে মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে।

স্থানীয়দের মতে, চায়না দুয়ারী জাল অত্যন্ত সূক্ষ্ম হওয়ায় এতে ছোট ছোট মাছও ধরা পড়ে যায়, ফলে একদিকে যেমন মাছের বংশবৃদ্ধি হুমকির মুখে পড়ছে, অন্যদিকে নদী ও জলাশয়ের জীববৈচিত্র্যও ধ্বংস হচ্ছে।

মৎস্য দপ্তরের কর্মকর্তারা জানান, মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী নিষিদ্ধ জাল রাখলে বা ব্যবহার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এজন্য সবাইকে এসব জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আজম বলেন, “চায়না দুয়ারী জাল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই জাল দিয়ে মাছের পোনা, মা মাছ ও ছোট মাছ নির্বিচারে নিধন করা হয়। ফলে নদী ও খালের প্রাকৃতিক মাছের উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।”

তিনি আরও বলেন, প্রতিনিয়ত এমন অভিযানের মাধ্যমে সাধারণ জেলেদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে। ভবিষ্যত প্রজন্মের জন্য জলজ সম্পদ রক্ষা করতেই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ছবি: ভাঙ্গুড়া উপজেলার পুইবিল এলাকায় উদ্ধার করা প্রায় আড়াই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করছেন উপজেলা মৎস্য কর্মকর্তারা।


প্রিন্ট