ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভাঙ্গুড়ায় তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শনী, নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস Logo ইলিশ রক্ষায় ব্যার্থ মৎস অধিদপ্তর সাংবাদিক দেখে দৌড়ে পালালেন ইলিশ বোঝায় ট্রলার Logo সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের পরামর্শ সভা Logo মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন Logo মার্চ টু সচিবালয়’ এ অংশ নিতে শহীদ মিনারে শিক্ষকদের ঢল Logo রাজধানীতে জামায়াতসহ সাত দলের মানববন্ধন কর্মসূচি শুরু Logo আমরা কারাগারে নয়, ছিলাম এক কসাইখানায় Logo হয়রানি নিরসনে চালু হচ্ছে অনলাইন জামিননামা: আইন উপদেষ্টা Logo আশুলিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় শ্রমিক নেতা গ্রেপ্তার Logo কালিয়াকৈরে প্রতারণা করে জমির মালিক হওয়ার চেষ্টা: প্রতারক থেকে জমি রক্ষা করতে ইউএনও’র নিকট লিখিত অভিযোগ দায়ের মালিকদের

খাগড়াছড়িতে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি

  • বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় ০৩:২২:০১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ২৩ ১০.০০০ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের নিশ্চয়তা প্রদানের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় খাগড়াছড়ি জেলা শহরের শাপলা চত্বরে এই কর্মসূচির আয়োজন করে খাগড়াছড়ি প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন। এতে জেলা সদরসহ নয় উপজেলার পেশাজীবী সাংবাদিকরা অংশ নেন। তারা “সাংবাদিকদের নিরাপত্তা চাই—স্বাধীনভাবে দায়িত্ব পালনের নিশ্চয়তা চাই” স্লোগানধ্বনি তুলে মানববন্ধন করেন।

বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ সাম্প্রতিক সময়ে খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকরা নানা ধরনের হুমকি, ভয়ভীতি ও হয়রানির শিকার হচ্ছেন। এমন পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত না হলে সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালন করা সম্ভব নয়।

মানববন্ধনে সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুসের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি তরুণ ভট্টাচার্য, সহ-সভাপতি মো. জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, পাঠাগার ও সাংস্কৃতিক সম্পাদক মো. আব্দুর রউফসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতার নিশ্চয়তা না থাকলে গণতন্ত্র শক্তিশালী হতে পারে না।” তারা জোর দিয়ে প্রশাসনের প্রতি আহ্বান জানান—খাগড়াছড়িতে কর্মরত সকল সাংবাদিক যেন ভয়মুক্ত পরিবেশে দায়িত্ব পালন করতে পারেন, সে বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।

মানববন্ধন শেষে সাংবাদিকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মবিরতি পালন করেন। এ সময় জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার উপস্থিত হয়ে সাংবাদিকদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।


প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গুড়ায় তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শনী, নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস

খাগড়াছড়িতে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি

আপডেট সময় ০৩:২২:০১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের নিশ্চয়তা প্রদানের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় খাগড়াছড়ি জেলা শহরের শাপলা চত্বরে এই কর্মসূচির আয়োজন করে খাগড়াছড়ি প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন। এতে জেলা সদরসহ নয় উপজেলার পেশাজীবী সাংবাদিকরা অংশ নেন। তারা “সাংবাদিকদের নিরাপত্তা চাই—স্বাধীনভাবে দায়িত্ব পালনের নিশ্চয়তা চাই” স্লোগানধ্বনি তুলে মানববন্ধন করেন।

বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ সাম্প্রতিক সময়ে খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকরা নানা ধরনের হুমকি, ভয়ভীতি ও হয়রানির শিকার হচ্ছেন। এমন পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত না হলে সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালন করা সম্ভব নয়।

মানববন্ধনে সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুসের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি তরুণ ভট্টাচার্য, সহ-সভাপতি মো. জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, পাঠাগার ও সাংস্কৃতিক সম্পাদক মো. আব্দুর রউফসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতার নিশ্চয়তা না থাকলে গণতন্ত্র শক্তিশালী হতে পারে না।” তারা জোর দিয়ে প্রশাসনের প্রতি আহ্বান জানান—খাগড়াছড়িতে কর্মরত সকল সাংবাদিক যেন ভয়মুক্ত পরিবেশে দায়িত্ব পালন করতে পারেন, সে বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।

মানববন্ধন শেষে সাংবাদিকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মবিরতি পালন করেন। এ সময় জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার উপস্থিত হয়ে সাংবাদিকদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।


প্রিন্ট