পাবনার চাটমোহর উপজেলার কুয়াবাসী গ্রামে শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে বিদেশী রিভলবারসহ এক যুবককে আটক করেছে র্যাব।
আটককৃত যুবকের নাম রিপন মন্ডল (২৬)। তিনি কুয়াবাসী গ্রামের আদম মন্ডলের ছেলে।
র্যাবের পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এনামুল হক জানান, র্যাব-১২, সিরাজগঞ্জের অধিনায়কের নির্দেশনায় র্যাবের একটি আভিযানিক দল চাটমোহর থানার কুয়াবাসী উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে রিপন মন্ডলের কাছ থেকে একটি বিদেশী রিভলবার ও গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটক রিপনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রিন্ট