পাবনার ভাঙ্গুড়া উপজেলার চরভাঙ্গুড়া পূর্ব পাড়ায় নেতার ছেলে মোঃ ওমর ফারুক (৩৫) ও তার স্ত্রী মোছাঃ স্বপ্না পারভীনকে এলাকাবাসী মাদকসহ হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ওমর ফারুক জামাত নেতা আবু হানিফের ছেলে। তিনি ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে জামাতের নাম ব্যবহার করে এলাকায় গাঁজা, ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন নেশাজাত দ্রব্য সেবন ও বিক্রি করে আসছিলেন। তাদের এই কর্মকাণ্ডে এলাকায় ব্যাপক অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়।
গত শনিবার (৫ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে এলাকাবাসী সন্দেহজনক অবস্থায় তাদের আটক করে। পরে পুলিশে খবর দিলে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনার বিষয়ে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আইনি প্রক্রিয়া শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এলাকাবাসী প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, “দীর্ঘদিনের মাদক ব্যবসায়ী দম্পতিকে আটক করায় আমরা স্বস্তি পেয়েছি।
প্রিন্ট