একাধিকবার মিডিয়া, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অভিযোগ করলেও এই অপরাধীরা এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিল।
সম্প্রতি একাধিক ব্যক্তিকে মারধর, অত্যাচার, প্রাণনাশের হুমকিসহ নানা তথ্যের ভিত্তিতে জামগড়া আর্মি ক্যাম্প বিষয়টি নজরে আনে।
সোমবার ২৯ সেপ্টেম্বর আশুলিয়ার জামগড়া প্রাইমারী স্কুল এবং বটতলা রুপায়ন, জামগড়া এলাকায় রাতভর পাঁচটি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে জামগড়া আর্মি ক্যাম্প। অভিযানে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী এবং কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেন, মাদক ব্যবসায়ী ও দুষ্কৃতিকারী সোনা মিয়া সহ মোট ছয়জনকে গ্রেফতার করে। ইয়ার হোসেন এবং সোনামিয়া দুজনের নামেই অস্ত্র মামলা সহ একাধিক মামলা রয়েছে । গ্রেফতারকৃতদের জবানবন্দি মোতাবেক জানা যায়, তারা সকলে অবৈধ অস্ত্রের ব্যবহার, চাঁদাবাজি, অনলাইন বেটিং, মাদক ব্যবসা এবং কিশোর গ্যাং এর সাথে জড়িত।
পরবর্তীতে আটককৃতদের সহ উদ্ধারকৃত বিপুল পরিমাণ দেশী অস্ত্র, গাজা, মোবাইল এবং অপরাধ কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ আশুলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে জামগড়া আর্মি ক্যাম।গ্রেফতারকৃতর হচ্ছে ,ইয়ারহোসেন(২০), সোনা মিয়া (৪৫), আশরাফুল(৩৫), বড় বাবু (১৯), ছোট বাবু (১৭), আকাশ (১৮)।
এদের কাছ থেকে দেশীয় অস্ত্র- ১৬ টি, কাঁচি এবং ধারালো অস্ত্র – ৫ টি,গাজা – ৫ পট অপরাধ কাজে ব্যবহৃত মোবাইল ফোন- ৮ টি,ও মোবাইল সিম – ৪৮ টি উদ্ধার করে সেনা বাহিনীর চৌকস দল। কুখ্যাত সন্ত্রাসীদের গ্রেপ্তার করায় জামগড়া এলাকার জনগণের মধ্যে স্বস্তি ও নিরাপত্তা বিরাজ করছে।
প্রিন্ট
মো: রাইহান ইসলাম সাভার প্রতিনিধি। 




















