দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর টাওয়ারের মোড় সংলগ্ন আদিবাসী পাড়া থেকে ১০০ লিটার মদেরসহ নেপাল হাসদা নামের এক মাদক কারবারিকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
গতকাল রাতে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মুহিব্বুল এর নির্দেশে এস আই কমলা কান্ত ফুলবাড়ী থানার একটি চৌকস টিম নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে নেপাল হাসদার নিজ বাড়ি থেকে ১০০ লিটার মদ সহ মদসহ তাকে গ্রেফতার করে।
পরে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়।
থানা পুলিশ জানায় নেপাল হাঁসদা দীর্ঘদিন যাবত মদের ব্যবসা করে আসছে মর্মে তাদের কাছে তথ্য রয়েছে সেই তথ্যের ভিত্তিতে গতকাল এই অভিযান পরিচালনা করেন থানা পুলিশ।
এ বিষয়ে অফিসার ইনচার্জ জানান ফুলবাড়ীতে মাদকের শেখর উপড়ে ফেলতে আমাদের অভিযান চলমান রয়েছে তারই ধারাবাহিকতায় গতকাল রাতে সফল একটি অভিযান পরিচালনা করা।
কোন মাদক ব্যবসায়ী পুলিশের হাত থেকে ছাড় পাবে না,ইতিমধ্যে মাদকের গডফাদারদের গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে আন্তরিকভাবে সহযোগিতা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা,
পুলিশ এবং নির্বাহী কর্মকর্তার সমন্বয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে অনেককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে।
ফুলবাড়ীকে মাদকমুক্ত রাখতে সকল নাগরিকের সহযোগিতা কামনা করেন তিনি।
প্রিন্ট