ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধান নাজিরের বদলী নিয়ে চরম অসন্তোষ Logo মহম্মদপুরে বিএনপি’র নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত Logo পীরগঞ্জে বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত Logo দেশের ধন্যাঢ্য ব্যক্তিরাও প্রতারণার শিকার অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্র Logo দায়িত্ব গ্রহণের পরপরই প্রায় অর্ধশত বদলি বানিজ্য পিএইচডি জালিয়াতি-বদলি বানিজ্য-ঠিকাদারি সিন্ডিকেটের মূলহোতা খালেকুজ্জামান চৌধুরী Logo কাচিঘাটা রেঞ্জে গাছকাটা সিন্ডিকেটের তাণ্ডব রাতে চার–পাঁচশ গাছ উজাড়—বন রক্ষাকারীরাই অভিযুক্ত!** স্থানীয়দের অভিযোগ: “৫ আগস্টের পর এলাকা একেবারে মগের মুল্লুক—বন কেটে লুটে খাচ্ছে সবাই Logo চীনে ট্রেন দুর্ঘটনায় ১১ জন নিহত Logo ১২ ঘণ্টায় দ্বিতীয়বার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া Logo প্লট বরাদ্দে দুর্নীতির মামলা জয় ও পুতুলের ৫ বছরের কারাদণ্ড Logo তিন মামলায় হাসিনার ২১ বছরের কারাদণ্ড

সি ইউনিট আওয়ামী লীগ সভাপতি ডা. আনোয়ার আটক

  • বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় ১২:৩১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৯ ১৮৪৪.০০০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডের সি ইউনিট আওয়ামী লীগের সভাপতি ও নূরগনি পাড়ার ইমাম আলী মুন্সীর বাড়ির বাসিন্দা ডা. মো. আনোয়ার হোসেনকে (পল্লী চিকিৎসক) আটক করেছে পুলিশ। তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মো. ওসমান আলীর প্রথম পুত্র।

গত শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে থানার নারিকেলতলা এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে ইপিজেড থানা পুলিশের একটি টিম তাকে আটক করে।

থানা সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলায় ডা. আনোয়ার এজাহারভুক্ত আসামি হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এ সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেন, সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালান এবং গোপন মিছিল ও ঝটিকা কর্মসূচির মাধ্যমে সামাজিক নিরাপত্তা বিঘ্নিত করেন বলে অভিযোগ রয়েছে।

এছাড়া নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক প্রমাণ পুলিশ হাতে পেয়েছে বলে জানিয়েছে।

পুলিশ জানায়, শনিবার রাতে একটি কমিউনিটি সেন্টারের পেছনে আড্ডারত অবস্থায় এবং নেশাগ্রস্ত অবস্থায় তাকে আটক করা হয়। পরে রোববার সকালে তাকে কোতোয়ালি থানার একটি হত্যা চেষ্টার মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনার সঙ্গে জড়িত তার সহযোগীদের শনাক্ত করার চেষ্টা চলছে। বিশেষ পুলিশ টিম জানিয়েছে, ডা. আনোয়ারের নেতৃত্বে সক্রিয় একটি গোপন নেটওয়ার্ক রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে অভিযান অব্যাহত থাকবে।


প্রিন্ট
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধান নাজিরের বদলী নিয়ে চরম অসন্তোষ

সি ইউনিট আওয়ামী লীগ সভাপতি ডা. আনোয়ার আটক

আপডেট সময় ১২:৩১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডের সি ইউনিট আওয়ামী লীগের সভাপতি ও নূরগনি পাড়ার ইমাম আলী মুন্সীর বাড়ির বাসিন্দা ডা. মো. আনোয়ার হোসেনকে (পল্লী চিকিৎসক) আটক করেছে পুলিশ। তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মো. ওসমান আলীর প্রথম পুত্র।

গত শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে থানার নারিকেলতলা এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে ইপিজেড থানা পুলিশের একটি টিম তাকে আটক করে।

থানা সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলায় ডা. আনোয়ার এজাহারভুক্ত আসামি হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এ সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেন, সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালান এবং গোপন মিছিল ও ঝটিকা কর্মসূচির মাধ্যমে সামাজিক নিরাপত্তা বিঘ্নিত করেন বলে অভিযোগ রয়েছে।

এছাড়া নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক প্রমাণ পুলিশ হাতে পেয়েছে বলে জানিয়েছে।

পুলিশ জানায়, শনিবার রাতে একটি কমিউনিটি সেন্টারের পেছনে আড্ডারত অবস্থায় এবং নেশাগ্রস্ত অবস্থায় তাকে আটক করা হয়। পরে রোববার সকালে তাকে কোতোয়ালি থানার একটি হত্যা চেষ্টার মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনার সঙ্গে জড়িত তার সহযোগীদের শনাক্ত করার চেষ্টা চলছে। বিশেষ পুলিশ টিম জানিয়েছে, ডা. আনোয়ারের নেতৃত্বে সক্রিয় একটি গোপন নেটওয়ার্ক রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে অভিযান অব্যাহত থাকবে।


প্রিন্ট