বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনার ভাঙ্গুড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে ভাঙ্গুড়া পৌরসভা ও উপজেলা যুবদলের যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এসময় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা রোধে বেশি বেশি গাছ লাগাতে হবে। বিএনপি সবসময়ই দেশ, জনগণ ও প্রকৃতির কল্যাণে কাজ করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির মাধ্যমে স্থানীয়ভাবে পরিবেশ সংরক্ষণে একটি ইতিবাচক ভূমিকা রাখার চেষ্টা করা হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেম, পৌর যুবদল নেতা রিপন, উপজেলা যুবদল নেতা আলমগীর হোসেন, মো. শামীম আহম্মেদ ও উপজেলার সাবেক সভাপতি জিয়া সাইবার ফোর্স রানা আহমেদ দুলু প্রমুখ।
স্থানীয় নেতৃবৃন্দ জানান, এই কর্মসূচি শুধু প্রতিষ্ঠাবার্ষিকীতে সীমাবদ্ধ থাকবে না, বরং ভবিষ্যতেও নিয়মিতভাবে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রিন্ট