বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা করেছেন দলটির নেতাকর্মীরা।
সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে দলটির নিজস্ব কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
আনন্দ শোভাযাত্রায় জেলা বিএনপি,উপজেলা বিএনপি, যুুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল,মহিলাদল, শ্রমিক দলের নেতাকর্মীরা অংশ নেয়। পরে দলীয় কার্যালয়ের সামনে একটি আলোচনা সভা অনুষ্টিত হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন সহ দলটির নেতারা এসময় বক্তব্য দেন।
এসময় বক্তরা আগামী নির্বাচনের জন্য দলের সকল স্থরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। সেই সাথে আওয়ামীলীগকে নিষিদ্ধ করার দাবিও জানান তারা।
প্রিন্ট