ত্যাগী নেতাকর্মী বঞ্চিত, অবৈধ কমিটির প্রতিবাদে অষ্টমনিষায় বিএনপি’র হুঁশিয়ারি
ছবি : প্রতিদিনের সংবাদ
পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নে বিএনপি’র সকল ওয়ার্ড কমিটিতে আওয়ামী লীগপন্থী ব্যক্তি ও আত্মীয়স্বজনকে বসিয়ে “অবৈধ কমিটি” গঠনের অভিযোগ এনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন।
বুধবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন—বর্তমান অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোজাম্মেল হক মোজাম এবং সদস্য সচিব ওয়াজ উদ্দিন গণতান্ত্রিক প্রক্রিয়া উপেক্ষা করে আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তিদের ও তাদের স্বজনদের দিয়ে ওয়ার্ড কমিটি সাজিয়েছেন। এতে প্রকৃত ত্যাগী নেতাকর্মীরা বঞ্চিত হয়েছেন এবং সংগঠন চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বক্তারা বলেন, আওয়ামী প্রভাব ও ব্যক্তিস্বার্থ রক্ষার জন্য গঠিত এই “অবৈধ কমিটি” বিএনপির মূল আদর্শ ও ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। তারা অবিলম্বে এ কমিটি বাতিল করে প্রকৃত, পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের জোর দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।
সমাবেশে বক্তব্য রাখেন, অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও আহবায়ক সদস্য মো: আয়নুল হক, সাবেক সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম আহবায়ক মো: আব্দুল মান্নান, সাবেক যুবদল সভাপতি ও যুগ্ম আহবায়ক মো: মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক মো: আলতাফ হোসেন মাস্টার, সাবেক সেচ্ছাসেবকদল সভাপতি ও যুগ্ম আহবায়ক মো: জহুরুল ইসলাম, আহবায়ক কমিটির সদস্য মো: ময়ছের ফকির, মো: আমিনুল ইসলাম, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল জব্বার খান, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো: আলহাজ্ব উদ্দিন, আহবায়ক কমিটির সদস্য মো: লিটন হোসেন ও মো: হুমায়ুন কবির।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাবেক নেতারা—৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো: আমিরুল ইসলাম, ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো: আলেপ আলী, ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো: গোলাপ হোসেন, ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: জামাল উদ্দিন সরকার, ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: আলতাফ হোসেন, ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো: জহুরুল ইসলাম, ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো: সানোয়ার হোসেন, একই ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন এবং ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো: আব্দুস সামাদ খান।
এছাড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভে অংশ নেন।
প্রিন্ট