ওমর ফারুক : নানা কর্মসূচির মধ্য দিয়ে মোংলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে এই কর্মসূচি পালন করে।
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক আংশীদারিত্বে অগ্রগতি”—এই প্রতিপাদ্যে মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের অডিটরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা যাদব চন্দ্র রায়, উপজেলা সমাজসেবা অফিসার মাসুূদ রানা, উপজেলা কৃষি অফিসার প্রশান্ত হাওলাদার, মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান, মোংলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নুর আলম শেখ, মোংলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক।
অনুষ্ঠান শেষে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ৮ জন প্রশিক্ষিত যুবদের মাঝে ৮ লাখ ১০ হাজার টাকার ঋণের চেক বিতরণসহ উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেন অতিথিবৃন্দরা।
প্রিন্ট
																			
																নিজস্ব সংবাদ :								 




















