ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা ১২ ফেব্রুয়ারিই নির্বাচন, একদিন আগেও নয় পরেও নয় Logo এমসিএসকে-তে সাফল্য: ভাঙ্গুড়া ক্যাডেট কোচিংয়ের শিক্ষার্থীকে সংবর্ধনা Logo জামালপুরে ০৯ জানুয়ারীতে অনুষ্ঠিত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান Logo মিথ্যা মামলা কড়াটাই যেন তার নেশা অভিযোগ উঠেছে একাধিক এলাকা বাসীর বাদী মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া সার্জেন্ট ও তার পরিবারের সবার বিরুদ্ধে….!! Logo সৌদির অর্থ, পাকিস্তানের পারমাণবিক ও তুরস্কের সামরিক শক্তি মিলিয়ে আসছে ‘ইসলামিক ন্যাটো Logo সায়েন্সল্যাব অভিমুখে শিক্ষার্থীরা, অধ্যাদেশ জারির দাবিতে সড়ক অবরোধ Logo বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা মৃত্যুবরণ করেছেন Logo ভারতে মুসলিম-খ্রিস্টানদের বিরুদ্ধে বেড়েছে ‘ঘৃণামূলক বক্তব্য’ Logo সুবিধাবাদী চরমোনাই ভাঙনের মুখে জামায়াতের ইসলামি জোট Logo আইসিসির রিপোর্টই ভাবতে বাধ্য করেছে, ভারতে ঝুঁকি আছে: ক্রীড়া উপদেষ্টা

কলিমউল্লাহ কট! এবার সাগরেদদের কি হবে?

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ১৭১ ১৮৪৪.০০০ বার পড়া হয়েছে

সম্প্রতি দুদকের মামলায় গ্রেফতার হয়ে আদালতের নির্দেশে বর্তমানে কারাগারে হাসিনার একনিষ্ঠ চামচা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। নাটের গুরু কলিমুল্লাহর দুর্নীতির ফিরিস্তি তো আগেই তুলে ধরা হয়েছে ইনকিলাব এর পাঠকদের জন্য। এবার এই দুর্নীতিবাজ হাসিনার দালালের শিষ্য বা সাগরেদদের অবস্থান যেনো তুলে না ধরলেই নয়। কলিমউল্লাহ কট খেলেও তার সাগরেদরা এখনো বহাল তবিয়তে দিব্যি তাদের সরকার বিরোধী প্রচারণা আর আওয়ামী পুনর্বসনের পাঁয়তারা চালাচ্ছে।

ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর সীমাহীন দুর্নীতিবাজ অর্থলোপাটকারী দেশদ্রোহী কলিমউল্লাহকে বারবার জাতির সামনে ভালো বানিয়ে ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করতে নিজেদের চ্যানেলে টকশোতে আমন্ত্রণ জানাতো কিছু ব্যক্তি। যার মধ্যে অন্যতম দুজন সাংবাদিক। অবশ্য তারা নিজেরাই তো সবসময় অন্তর্বর্তী সরকারকে নিয়ে নানা প্রোপাগান্ডা ছড়াতে ব্যস্ত। নিজেরা প্রতিনিয়ত সরকারকে হেয় করা সব কন্টেন্ট বানায় নিজেদের ইউটিউব চ্যানেলে। এর পাশাপাশি নিষিদ্ধ আওয়ামী লীগের গুনগান ও ফ্যাসিস্ট হাসিনার হয়ে গলা ফাটাতেও দেখা যায় তাদের।

ড. মোহাম্মদ ইউনূসকে বারবার হেয় করার চেষ্টায় থাকা এই সাংবাদিকদ্বয় খুব সুক্ষ মস্তিস্কে বুদ্ধি পাকিয়ে সব সময় তাদের আলোচনায় ডাকতো নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদের বিরোধীদের। তারই ধারাবাহিকতায় জাতির ভিলেন আর দেশদ্রোহী এক উগ্রকে নিয়মিত নিজেদের টকশোর সহযাত্রী বানাতেন তারা। যদিও সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই দুই সাংবাদিক ড. ইউনূসের সরকারকে নিয়ে বারবার মিথ্যাচার করলেও তাদের কখনো গ্রেফতার করা হয়নি কিংবা জিজ্ঞাসাবাদের আওতায়ও আনা হয়নি।

কলিমউল্লাহর মত একজন দেশদ্রোহী যে কি না হাসিনা আমলের দশ ট্রাক ভর্তি অস্ত্র ভারতে চলে যাওয়ার এক কল্পকাহিনী আবিষ্কার করেন যার কোন ভিত্তি আজ পর্যন্ত পাওয়া যায় নি। ভারতীয় বিভিন্ন সন্ত্রাসী বাহিনীকে বাংলাদেশ দ্বারা মদদ দেয়া হচ্ছে এমন গুরুতর মিথ্যা অভিযোগও তিনি করে বসেন। সে সময় এ নিয়ে বিতর্ক হলেও হাসিনার একনিষ্ঠ দালাল হওয়ার কারণে তাকে কেউ ছোঁয়ার সাহস পায়নি তখন।

শুধু কি এতটুকুই? এই দেশদ্রোহী কর্মকাণ্ড ছাড়াও ড. মোহাম্মদ ইউনূসকে নিয়েও নানা দেশদ্রোহী বক্তব্য দিয়েছেন কলিমউল্লাহ। যেখানে তিনি দাবি করেছেন, চট্রগ্রাম, ভারতকে দিয়ে দিচ্ছে এই সরকার। আবার কখনো তার কথা সেন্টমার্টিনও চলে যেতে পারে আমেরিকার কবজায়। এমন উদ্ভট বানোয়াট সব তথ্য ছড়ানো ব্যক্তিকে নিজেদের টকেশোতে ডেকে আরও বেশি করে দেশদ্রোহী আচরণের সুযোগ দিয়েছেন এই সাংবাদিকদ্বয়।

এই সাংবাদিকদের একজনকে আবার প্রতিনিয়ত দেখা যায় বিভিন্ন টকশোতে এসে কর্কশ ভাষায় কথা বলতে আর বর্তমান সরকারের নামে প্রোপাগান্ডা ছড়াতে। এর আগে একটি টেলিভিশন টকশোতে এনসিপি নেতা ও ২৪ এর গণঅভ্যুত্থানের সমন্বয়ক হান্নান মাসউদকে এই সাংবাদিক প্রশ্ন করেছিলেন, আপনারা কারা? এই উত্তরে সেসময় হান্নান মাসউদ দাঁত ভাঙ্গা জবাব দিয়েছিলেন তার। সেই সাংবাদিক যেভাবে অন্তর্বর্তী সরকারের নামে প্রমাণ ছাড়াই প্রোপাগান্ডা ছড়ায় আর সমালোচনা করে, বিশ্বের অন্য কোন দেশ হলে এতক্ষণে তার থাকতে হতো কারাগারে। মিনিমাম জিজ্ঞাসাবাদের পর্যায়ে পড়তেন তিনি। বর্তমান সরকার এই বিষয়ে বেশ ধৈর্যশীলতা দেখিয়েছে এটি বলাই যায়।

আর অপরজন মূলত এক সময় ছাত্রলীগ করতেন। ড. ইউনূসের সমালোচনা করা তো তার সহজাত প্রবৃত্তি হওয়ারই কথা। যেখানে ফ্যাসিস্ট হাসিনার চক্ষুশূল আমাদের প্রফেসর। যেখানে এ আবার কোন ক্ষেতের মুলো। ছাত্রলীগের সাবেক কর্মী বলে কথা। তার মিথ্যাচার আর প্রোপাগান্ডার ধরণ এতটাই ভয়াবহ যে ড. মোহাম্মদ ইউনূসের পুরস্কারের বিষয়েও বাজে মন্তব্য করতে দেখা যায় তাকে। অধ্যাপক ইউনূসের লন্ডন ভিজিটের সময় বিখ্যাত হারমনি অ্যাওয়ার্ড পান তিনি। যেটিতে নাম থাকা না থাকা নিয়ে প্রোপাগান্ডা ছড়াতে দেখা যায় এই সাংবাদিককে। বর্তমানে কোন টেলিভিশন, পত্রিকা এমনকি অনলাইন নিউজ পোর্টালেও তার কর্মের সুযোগ হয়নি। তার মিথ্যাচারে বর্তমানে চাকুরি হারা হলেও দিব্যি আওয়ামী লীগ আর ফ্যাসিস্ট হাসিনার গুনগান গেয়ে যাচ্ছেন নিজের ইউটিউব চ্যানেলে।

সরকারের গঠনমূলক সমালোচনা করা ভুল ধরিয়ে দেওয়া যদি নাগরিক দায়িত্ব হয়ে থাকে তবে সেটিই করা উচিৎ। কিন্তু বিশ্বের বুকে যার এত এত সুনাম যার পুরস্কার আর অ্যাওয়ার্ড গুনেও শেষ করা যায় না সেই ড. মোহাম্মদ ইউনূস আর তার সরকারের নামে কেন এত এত মিথ্যা প্রোপাগান্ডা? এ কোন উদ্দেশ্যে? এগুলো জানতে অবশ্যই কলিমউল্লাহর সাগরেদদের জিজ্ঞাসাবাদের আওতায় আনা উচিৎ।


প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা ১২ ফেব্রুয়ারিই নির্বাচন, একদিন আগেও নয় পরেও নয়

কলিমউল্লাহ কট! এবার সাগরেদদের কি হবে?

আপডেট সময় ০৬:১৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

সম্প্রতি দুদকের মামলায় গ্রেফতার হয়ে আদালতের নির্দেশে বর্তমানে কারাগারে হাসিনার একনিষ্ঠ চামচা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। নাটের গুরু কলিমুল্লাহর দুর্নীতির ফিরিস্তি তো আগেই তুলে ধরা হয়েছে ইনকিলাব এর পাঠকদের জন্য। এবার এই দুর্নীতিবাজ হাসিনার দালালের শিষ্য বা সাগরেদদের অবস্থান যেনো তুলে না ধরলেই নয়। কলিমউল্লাহ কট খেলেও তার সাগরেদরা এখনো বহাল তবিয়তে দিব্যি তাদের সরকার বিরোধী প্রচারণা আর আওয়ামী পুনর্বসনের পাঁয়তারা চালাচ্ছে।

ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর সীমাহীন দুর্নীতিবাজ অর্থলোপাটকারী দেশদ্রোহী কলিমউল্লাহকে বারবার জাতির সামনে ভালো বানিয়ে ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করতে নিজেদের চ্যানেলে টকশোতে আমন্ত্রণ জানাতো কিছু ব্যক্তি। যার মধ্যে অন্যতম দুজন সাংবাদিক। অবশ্য তারা নিজেরাই তো সবসময় অন্তর্বর্তী সরকারকে নিয়ে নানা প্রোপাগান্ডা ছড়াতে ব্যস্ত। নিজেরা প্রতিনিয়ত সরকারকে হেয় করা সব কন্টেন্ট বানায় নিজেদের ইউটিউব চ্যানেলে। এর পাশাপাশি নিষিদ্ধ আওয়ামী লীগের গুনগান ও ফ্যাসিস্ট হাসিনার হয়ে গলা ফাটাতেও দেখা যায় তাদের।

ড. মোহাম্মদ ইউনূসকে বারবার হেয় করার চেষ্টায় থাকা এই সাংবাদিকদ্বয় খুব সুক্ষ মস্তিস্কে বুদ্ধি পাকিয়ে সব সময় তাদের আলোচনায় ডাকতো নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদের বিরোধীদের। তারই ধারাবাহিকতায় জাতির ভিলেন আর দেশদ্রোহী এক উগ্রকে নিয়মিত নিজেদের টকশোর সহযাত্রী বানাতেন তারা। যদিও সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই দুই সাংবাদিক ড. ইউনূসের সরকারকে নিয়ে বারবার মিথ্যাচার করলেও তাদের কখনো গ্রেফতার করা হয়নি কিংবা জিজ্ঞাসাবাদের আওতায়ও আনা হয়নি।

কলিমউল্লাহর মত একজন দেশদ্রোহী যে কি না হাসিনা আমলের দশ ট্রাক ভর্তি অস্ত্র ভারতে চলে যাওয়ার এক কল্পকাহিনী আবিষ্কার করেন যার কোন ভিত্তি আজ পর্যন্ত পাওয়া যায় নি। ভারতীয় বিভিন্ন সন্ত্রাসী বাহিনীকে বাংলাদেশ দ্বারা মদদ দেয়া হচ্ছে এমন গুরুতর মিথ্যা অভিযোগও তিনি করে বসেন। সে সময় এ নিয়ে বিতর্ক হলেও হাসিনার একনিষ্ঠ দালাল হওয়ার কারণে তাকে কেউ ছোঁয়ার সাহস পায়নি তখন।

শুধু কি এতটুকুই? এই দেশদ্রোহী কর্মকাণ্ড ছাড়াও ড. মোহাম্মদ ইউনূসকে নিয়েও নানা দেশদ্রোহী বক্তব্য দিয়েছেন কলিমউল্লাহ। যেখানে তিনি দাবি করেছেন, চট্রগ্রাম, ভারতকে দিয়ে দিচ্ছে এই সরকার। আবার কখনো তার কথা সেন্টমার্টিনও চলে যেতে পারে আমেরিকার কবজায়। এমন উদ্ভট বানোয়াট সব তথ্য ছড়ানো ব্যক্তিকে নিজেদের টকেশোতে ডেকে আরও বেশি করে দেশদ্রোহী আচরণের সুযোগ দিয়েছেন এই সাংবাদিকদ্বয়।

এই সাংবাদিকদের একজনকে আবার প্রতিনিয়ত দেখা যায় বিভিন্ন টকশোতে এসে কর্কশ ভাষায় কথা বলতে আর বর্তমান সরকারের নামে প্রোপাগান্ডা ছড়াতে। এর আগে একটি টেলিভিশন টকশোতে এনসিপি নেতা ও ২৪ এর গণঅভ্যুত্থানের সমন্বয়ক হান্নান মাসউদকে এই সাংবাদিক প্রশ্ন করেছিলেন, আপনারা কারা? এই উত্তরে সেসময় হান্নান মাসউদ দাঁত ভাঙ্গা জবাব দিয়েছিলেন তার। সেই সাংবাদিক যেভাবে অন্তর্বর্তী সরকারের নামে প্রমাণ ছাড়াই প্রোপাগান্ডা ছড়ায় আর সমালোচনা করে, বিশ্বের অন্য কোন দেশ হলে এতক্ষণে তার থাকতে হতো কারাগারে। মিনিমাম জিজ্ঞাসাবাদের পর্যায়ে পড়তেন তিনি। বর্তমান সরকার এই বিষয়ে বেশ ধৈর্যশীলতা দেখিয়েছে এটি বলাই যায়।

আর অপরজন মূলত এক সময় ছাত্রলীগ করতেন। ড. ইউনূসের সমালোচনা করা তো তার সহজাত প্রবৃত্তি হওয়ারই কথা। যেখানে ফ্যাসিস্ট হাসিনার চক্ষুশূল আমাদের প্রফেসর। যেখানে এ আবার কোন ক্ষেতের মুলো। ছাত্রলীগের সাবেক কর্মী বলে কথা। তার মিথ্যাচার আর প্রোপাগান্ডার ধরণ এতটাই ভয়াবহ যে ড. মোহাম্মদ ইউনূসের পুরস্কারের বিষয়েও বাজে মন্তব্য করতে দেখা যায় তাকে। অধ্যাপক ইউনূসের লন্ডন ভিজিটের সময় বিখ্যাত হারমনি অ্যাওয়ার্ড পান তিনি। যেটিতে নাম থাকা না থাকা নিয়ে প্রোপাগান্ডা ছড়াতে দেখা যায় এই সাংবাদিককে। বর্তমানে কোন টেলিভিশন, পত্রিকা এমনকি অনলাইন নিউজ পোর্টালেও তার কর্মের সুযোগ হয়নি। তার মিথ্যাচারে বর্তমানে চাকুরি হারা হলেও দিব্যি আওয়ামী লীগ আর ফ্যাসিস্ট হাসিনার গুনগান গেয়ে যাচ্ছেন নিজের ইউটিউব চ্যানেলে।

সরকারের গঠনমূলক সমালোচনা করা ভুল ধরিয়ে দেওয়া যদি নাগরিক দায়িত্ব হয়ে থাকে তবে সেটিই করা উচিৎ। কিন্তু বিশ্বের বুকে যার এত এত সুনাম যার পুরস্কার আর অ্যাওয়ার্ড গুনেও শেষ করা যায় না সেই ড. মোহাম্মদ ইউনূস আর তার সরকারের নামে কেন এত এত মিথ্যা প্রোপাগান্ডা? এ কোন উদ্দেশ্যে? এগুলো জানতে অবশ্যই কলিমউল্লাহর সাগরেদদের জিজ্ঞাসাবাদের আওতায় আনা উচিৎ।


প্রিন্ট