ওমর ফারুক : বাগেরহাটের মোংলায় এক নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ জুলাই) সকালে ৯৯৯–এ ফোন পেয়ে শহরের রাতারাতি কলোনির সত্তার লেনের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, সকাল ৯টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে খবরটি নিশ্চিত হয় পুলিশ। এরপর সকাল সাড়ে ৯টার দিকে মোংলা পৌর শহরের সত্তার লেন এলাকার বাসিন্দা মারুফ বিল্লাহর বাড়ির পুকুর থেকে প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় নবজাতকের লাশ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, লাশটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নবজাতককে আশপাশের এলাকা থেকেই ফেলা হয়েছে, নাকি বাইরে থেকে এনে ওই পুকুরে ফেলা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি উদঘাটনে তদন্ত চলছে এবং কিছুটা সময় লাগবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
প্রিন্ট