শনিবার বিকালে ধোপাকান্দি ইউনিয়নের বড়ামা দক্ষিণপাড়ার মৃত ময়েজ আলীর ছেলে সোহরাব হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে থানা পুলিশ মালামাল গুলো উদ্ধার করেন।
জানা যায়, গত বৃহস্পতিবার গভীর রাতে নগদা শিমলা ইউনিয়নের খরুরিয়া গোরস্থান মোড়ে মৃত চান্দে খানের ছেলে আইয়ুব আলী খানের মুদি দোকানে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল দোকানীকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ ২ লক্ষাধিক টাকার দোকানের মালামাল লুটে নেয়।
লুট হওয়া মালামালের মধ্যে ছিল, নগদ টাকা, গোখাদ্যের বস্তা, রেফ্রিজারেটর (ফ্রিজ), কোমল পানীয়, চাউল ও চিনির বস্তাসহ অন্যান্য পণ্য সামগ্রী।
পরে ভুক্তভোগী দোকানী শুক্রবার গোপালপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এক বাড়ীতে অভিযান চালিয়ে ডাকাতি হওয়া আংশিক মালামাল উদ্ধার করে থানায় আনা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই বাড়ীর লোকজন পালিয়ে যায়। খুব দ্রুত আসামীদের গ্রেফতার করা হবে। থানায় একটি ডাকাতি মামলা হয়েছে।
প্রিন্ট