ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনের বিএনপি মনোনিত প্রার্থী পীরগঞ্জ উপজেলা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ। রবিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসার ওয়ালিউল্লাহর কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি। এ সময় জেলা বিএনপির সহ সভাপতি সুলতানুল ফেরদৌস চৌধুরী নম্র সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগে বিএনপি থেকে একমাত্র তিনিই নির্বাচিত হন।
প্রিন্ট
ফাইদুল ইসলাম,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ 




















