তারিখ ১৩ ডিসেম্বর ২০২৫
গাজীপুর জেলার কাশিমপুর থানাধীন সুরাবাড়ি এলাকায় মেজর ইব্রাহিমের নেতৃত্বে যৌথবাহিনী এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করেছে। অভিযানে ৩১৫০ পিস ইয়াবা, ৭শ গ্রাম গাঁজা, নগদ ৪ লাখ ১৫ হাজার ৯২০ টাকা, ১২টি অ্যান্ড্রয়েড মোবাইল ও ৫টি বাটন মোবাইল জব্দ করা হয়। এ সময় ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—শরীফ হাওলাদার, মো. রনি, আরমান বানি অনিক, মোহাম্মদ আলী, মো. স্বপন মিয়া ও আমেনা বেগম। উদ্ধারকৃত মালামালসহ ধৃতদের কাশিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা গ্রহণের প্রস্তুতি চলছে বলে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা জানান।
এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ খালিদ মাহমুদ সাংবাদিকদের জানান, কাশিমপুর এলাকা থেকে মাদক, চুরি, ডাকাতি ও ছিনতাইসহ সব ধরনের অপরাধ নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রিন্ট
ফারুক আহমদ গাজীপুর প্রতিনিধি 




















