ভৈরবে নিষিদ্ধ পলিথিন গোদামজাত করায় হাবিব এন্টারপ্রাইজ কে জরিমানা ও ৬ বস্তা পলিথিন জব্দ করেছে ভ্র্যাম্যমান আদালত । জানাযায়, দীর্ঘদিন ধরে হাবিব এন্টারপ্রাইজ নিষিদ্ধ পলিথিন আমদানি করে বাসস্ট্যান্ডে একটি গোডাউনে রেখে বাজারজাত করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার বিকালে গোডাউনে অভিযান পরিচালনা করে ১শ ৫০ কেজি ( ৬ বস্তা) পলিথিন জব্দ করে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্র্যাম্যমান আদালত । এ সময় ভ্র্যাম্যমান আদালত পরিচালনা করেন ভৈরব উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেদওয়ান আহমেদ রাফি । এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মমিন ভূইয়াঁ।
প্রিন্ট