ওমর ফারুক : জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনায় মোংলায় দরিদ্র, অসহায় ও অস্বচ্ছল মানুষের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, মোংলা পৌর যুব শাখা।
রবিবার (৬ জুলাই ২০২৫) এ উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা পৌর শাখার আমীর এম. এ. বারী।
প্রধান অতিথির বক্তব্যে এম এ বারী বলেন, “জুলাই অভ্যুত্থান ছিল এ দেশের রাজনৈতিক ইতিহাসের এক বেদনাবিধুর অধ্যায়। ওইদিন শহীদ নেতারা দেশ ও ইসলামের পক্ষে অবস্থান নিয়েই জীবন দিয়েছেন। তাদের ত্যাগ আজও আমাদের আন্দোলনের প্রেরণা হয়ে আছে। তাঁদের আত্মত্যাগ কখনোই বৃথা যেতে পারে না।”
বিশেষ অতিথি হিসেবে মোংলা পৌর নায়েবে আমির মুফতি মাওলানা মনিরুজ্জামান বলেন, “আজ আমরা দুঃস্থ ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। ইসলামী আন্দোলন কেবল রাজনৈতিক সংগ্রাম নয়, এটি মানুষের কল্যাণের আন্দোলনও।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, মোংলা পৌর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ আবিদ হাসান, জামায়াত নেতা মোঃ মাঈনুদ্দিন মিলন এবং যুববিভাগের সভাপতি হযরত মাওলানা মোস্তাইন বিল্লাহ প্রমুখ।
খাবার বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করে মোংলা পৌর যুববিভাগ এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা পৌর শাখা।
অনুষ্ঠানে শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম নিয়মিত চালু থাকবে।
প্রিন্ট