গাজীপুরের কাশিমপুরে আওয়ামী দোসর সেলিমের রাজত্ব কায়েম কেন্দ্রিক পূর্বশত্রুতার জেরে ভাড়াটিয়া গার্মেন্টস কর্মী আলাউদ্দিন ও পাশের কক্ষে থাকা আরও এক ভাড়াটিয়াকে মারধরের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বাড়ির মালিক বৃদ্ধ আব্দুল মোল্লা কাশিমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি দাবি করেন স্থানীয় “আওয়ামী দোসরদের রাজত্ব কায়েম” ও প্রভাব বিস্তারের অংশ হিসেবেই এ হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কাশিমপুর ১ নং ওয়ার্ড, উত্তর পানিশাইল মোল্লাপাড়া এলাকায় প্রতিবেশী সেলিম মোল্লা, তার ভাই শাহিন মোল্লা, কৃষ্ণা, বাবুলসহ আরও কয়েকজন আব্দুল মোল্লার মালিকানাধীন কলোনীতে অনধিকার প্রবেশ করে ভাড়াটিয়া আলাউদ্দিন ও অপর এক ভাড়াটিয়াকে এলোপাতাড়ি মারধর করে আহত করেন।
পরে ঘটনাস্থলে এসে প্রতিবাদ জানালে আব্দুল মোল্লার দুই ছেলে মামুন ও মাসুদের ওপরও হামলা চালানো এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।
হামলার পর উত্তেজিত অবস্থায় মাসুদ মোল্লার কাঠের লাঠি হাতে গালাগালির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযোগকারী পরিবার জানায়, ভিডিওটি বিকৃতভাবে প্রচার করে তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে।
পরিবারের দাবি, সেলিম মোল্লা ও শাহিন মোল্লা ৫ আগস্টের ছাত্র হত্যা মামলার আসামি এবং তাদের অনুসারীদের দৌরাত্ম্যে এলাকায় দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতা বিরাজ করছে। তারা বলেন, প্রভাবশালী এই গোষ্ঠী এলাকায় “রাজত্ব কায়েম করে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করছে”।
ঘটনার পর পরিবারটি চরম আতঙ্কে রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন—
“মারধরের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
প্রিন্ট
গাজীপুর প্রতিনিধি 




















