নওগাঁয় গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত ৪, মৃত্যু ১
- আপডেট টাইম : ০৯:৫০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
- / ৩০১ ৫০০০.০ বার পাঠক
নওগাঁ রিপোর্টার॥
নওগাঁ জেলায় গত ২৪ ঘন্টায় অরও ৪ ব্যক্তির শরীরে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যুবরন করেছেন আরও ১ ব্যক্তি। মৃত ব্যক্তি জেলার পত্নীতলা উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩২ জন।
নওগাঁর সিভিল সার্জন অফিসের কন্ট্রোলরুমের বরাত দিয়ে ডেপুটি সিভিল সার্জন ডাঃ মঞ্জুর এ মোরশেদ জানিয়েছেন, গত শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় নতুন করে ৪ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই ৪ ব্যক্তিই নওগাঁ সদর উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৮শ’ ৪০ জন। আক্রান্তদের মধ্যে জেলায় এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৬শ’ ২৩ জন।
গত ২৪ ঘন্টায় কাউকে হোম কোয়ারেন্টাইনে নেয়া না হলেও এখন পর্যন্ত জেলায় সর্বমোট হোম কোয়ারেন্টাইনে নেয়া হয় ২০ হাজার ১শ’ ১৪ জনকে এবং এ পর্যন্ত এদের মধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে ১৯ হাজার ৩শ’ ২০ জনকে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৭৯৪ জন।