ভাঙ্গুড়ায় র্যাবের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট টাইম : ০৪:২৩:৩১ অপরাহ্ণ, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
- / ৫৪ ৫০০০.০ বার পাঠক
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অবৈধ দখলদার, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও ধর্ষণ, প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১২, সিপিসি-২, পাবনার তীক্ষ্ণ অভিযানিক দল গোপন সূত্রে জানতে পারেন যে, পাবনা জেলার ভাঙ্গুড়া থানাধীন পৌর সভার ৫ নং ওয়ার্ড এলাকায় একজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ২৪ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ আনুমানিক রাত ৭ টার সময় পাবনা র্যাবের আভিযানিক দল পাবনা জেলার ভাঙ্গুড়া থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ শাহিন আলম (২০) , পিতা-ডাবলু, সাং-দিয়ারপাড়া, থানা-ভাঙ্গুড়া , জেলা-পাবনা নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করে এবং তার নিকট থেকে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ২০০ পিস ইয়াবা এবং নগদ ১৬,৮০০/- (ষোল হাজার আটশত) টাকা উদ্ধার করেছে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করতঃ পাবনা ভাঙ্গুড়া থানায় হস্তান্তর করা হবে। র্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত পাবনা গঠনে অংশ নিন।