সাতক্ষীরা আলিপুরে মাহফিলে বাধা অকথ্য ভাষায় গালি বিএনপি নেতা আব্দুর রউফ

- আপডেট টাইম : ০২:৪৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
- / ৩৫ ১৫০০০.০ বার পাঠক
আগে করছে আওয়ামী লীগ এখন করছে বিএনপির নেতা ওয়াজে মাহফিলে বাধা। ধর্ম বিরোধী আওয়ামী লীগের আমুলে কত মুফতি মাওলানা ইমাম নির্যাতন হয়েছে আসলে কি বিএনপি আর আওয়ামী লীগ এক পথেই হেঁটে চলছে প্রশ্ন জনগণ।
ইসলামী সঙ্গীত শিল্পী কবির বিন সামাদের সাতক্ষীরার আলিপুর চেক পোস্ট এলাকার একটি মাহফিলে বাধা দিয়েছে ও অকথ্য ভাষায় গালি-গালাজ করেছেন আলিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি’র বহিস্কৃত নেতা আব্দুর রউফ।
গত বুধবার (২৩ এপ্রিল) রাত ১১ টার দিকে সাতক্ষীরা সদরের আলীপুর চেক পোষ্ট এলাকায় এ ঘটনা ঘটে। মাহফিলে চেয়ারম্যান আব্দুর রউফ কবির বিন সামাদকে উদ্দেশ্য করে কিছু প্রশ্ন করে। তার প্রশ্নটা ছিল ইউটিউব দেখে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ ইউটিউবে অনেক কিছুই আসে। তিনি কবির বিন সামাদকে প্রশ্ন করার নামে তাকে অপমানিত ও তাকে ভার্সনা করেন। তার প্রশ্নটা অবশ্যই যুক্তিযুক্ত ছিল না।
এই আব্দুর রউফ ভূমিদস্য হিসাবে পরিচিত। সে টেন্ডারবাজি চাঁদাবাজি লোকের বাড়িঘর পুড়ায় দেওয়া লোকের দোকানপাট পোড়ায় দেওয়া লোকের নামে মিথ্যা মামলা হামলা দেওয়া ।হঠাৎ করে লোকের গায়ে হাত তোলা বাংলার মানুষ এগুলো আর চায়না
কবির বিন সামাদ একজন ইসলামিক স্কলার ও একজন ইসলামিক সাংস্কৃতিক ব্যক্তি। তার মাহফিলে বাধা ও তাকে অকথ্য ভাষায় গালি-গালাজ করা না করা বিষয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।