কুয়াকাটায় সাগরে ডাকাত জালাল বাহিনীর প্রধানসহ পাঁচ জলদস্যু গ্রেফতার
- আপডেট টাইম : ১০:৫১:০৬ পূর্বাহ্ণ, রবিবার, ২৮ মার্চ ২০২১
- / ৩২৮ ৫০০০.০ বার পাঠক
কলাপাড়া, পটুয়াখালী ॥
কুয়াকাটা নৌ-পুলিশ বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ১০০ কিলোমিটার গভীর সাগর বক্ষ থেকে জলদস্যু জালাল বাহিনীর প্রধান মোঃ জালাল ওরফে মুসা (৩৫), সহযোগী আব্দুল কাদের (২৭), রাসেল গাজী (২৭), তালেব আলী (২৮) ও রুহুল আমিনকে (৩৫) গ্রেফতার করেছে। আজ রবিবার বেলা ১১ টায় এদের গ্রেফতার করা হয়েছে। এ সময় ডাকাতি করা এফবি মুসা ট্রলারটি উদ্ধার করা হয়। জব্দ করা হয় দুইটি রামদা, একটি কিরিচ, একটি ট্যাটা ও ছয়টি লাঠি। অভিযানে নেতৃত্ব দেয়া কুয়াকাটা নৌপুলিশের এএসআই কামরুজ্জামান জানান, গোপনে সংবাদ পেয়ে একটি স্পিড বোট নিয়ে প্রায় দেড় ঘন্টা ধাওয়া করে এদের গ্রেফতারে সক্ষম হয়েছেন। গ্রেফতারকৃত জালালের বাড়ি কুয়াকাটায় থাকলেও তিনি বর্তমানে মহেশখালীতে অবস্থান করেন। ধৃত আব্দুল কাদেরের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। রাসেল গাজীর বাড়ি পটুয়াখালীর দুমকিতে। তালেব আলীর বাড়ি মহেশখালী ও রুহুল আমিনের বাড়ি পটুয়াখালীর লেবুখালী। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।